Kia EV6 : দেখলেই চোখ জুড়াবে, বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় EV6 ধামাকা Kia-র
দ্রুত দেশের বাজারে ছড়িয়ে পড়ছে ইলেক্ট্রিক গাড়ি। এই মুহূর্তে সবথেকে আধুনিক ভার্সন নিয়ে হাজির Kia।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশাল ধামাকা দিয়ে বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় প্রবেশ করতে চায় Kia। সেই লক্ষ্যেই বাজারে বৈদ্যুতিক SUV-র EV6 নিয়ে এসেছে এই সংস্থা। E-GMP প্ল্যাটফর্ম নির্ভর এই গাড়ি।
যে বৈদ্যুতিক কোনও গাড়ির ক্ষেত্রে নির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকা খুবই জরুরি।
ওয়াকিবহাল মহল মনে করছে, একবার EV6 চালালেই বোঝা যাবে, বিলাসবহুল গাড়ি নির্মাতাদের সেরা EVs গাড়ির সঙ্গে অনায়াসে প্রতিযোগিতা করতে পারবে EV6।
নতুন এই গাড়ির লুকও তাক লাগাতে পারে। এই বৈদ্যুতিক চারচাকার ছবি দেখতে চমৎকৃত হবেন যে কেউ। সাইজেও ছোটখাট নয়, লার্জ মিডসাইজের SUV এটি।
অন্যান্য গাড়ির থেকে দেখতেও অনেকটা আলাদা। গাড়ির ফ্রন্ট-এন্ডের মসৃণ ভার্সন Kia Tiger-এর স্লিম ভার্সন বলা যেতে পারে।
আর গাড়ির ভারসাম্য বজায় রাখার জন্য রয়েছে ১৯ ইঞ্চির চাকা।
শুধু তা-ই নয়, এই গাড়ির অন্দরসজ্জাও হয়েছে তাক লাগানো। যে কোনও Kia গাড়ির থেকে একদম আলাদা অনুভূতি দেবে Kia EV6। এয়ার কেবিনে রয়েছে প্রচুর স্টোরেজ স্পেস। পুনর্ব্যবহৃত উপাদান দিয়ে তৈরি হয়েছে গাড়ির ড্যাশবোর্ড। এছাড়া পরিবেশ-বান্ধব।
এই গাড়ির বৈশিষ্ট্যের যেন শেষ নেই। ভারত পাচ্ছে সব মডেল-নির্ভর EV6। এতে রয়েছে ১৪ স্পিকার বিশিষ্ট Meridian অডিও সিস্টেম, ৬৪ কালার অ্যাম্বিয়েন্ট লাইটিং, মজবুত আসন ।
এছাড়া অন্যান্য আর যেসব বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি হল, এই বৈদ্যুতিক গাড়িতে রয়েছে- ADAS, ক্যামেরা, সানরুফ, ৮ এয়ারব্যাগ ! খুব অল্প সময়ের মধ্যে এই গাড়ির রিয়ার সিট চেক করে দেখা গেছে যথেষ্ট জায়গা রয়েছে তাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -