Share Market Update: ১৫,৫০০-তে নামতে পারে সূচক ! আশঙ্কার মধ্যেও আশা দেখছেন এরা
রাশিয়া-ইউক্রেনের সংঘাতের জেরে রক্তাক্ত হল ভারতের বাজার। সবথেকে চিন্তার বিষয়, ১৬,৮০০-র মজবুত সাপোর্ট ভেঙে ফেলেছে নিফটি। যার জেরে বৃহস্পতিবার বেশিরভাগ স্টকে ৫-৮ শতাংশ নিচে নেমেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppShare Market Today: বৃহস্পতিবার বাজার খোলেই লাল সূচকে। মাঝে মধ্যে বুলসরা বাজার তোলার চেষ্টা করলেও সফল হয়নি। যার জেরে ভয়ঙ্কর পতনের সাক্ষী থেকেছে বাজার। দিনের শেষে নিফটি ৪.৭৮ শতাংশ কমে ১৬,২৪৭.৯৫-এ বন্ধ হয়েছে। একই অবস্থা সেনসেক্সের। ৫৪,৫২৯.৯১ তে থেমেছে সেনসেক্স। এই ক্ষেত্রে ৪.৭২ শতাংশ তলানিতে নেমেছে সেনসেক্সের বম্ব স্টক এক্সচেঞ্জের সূচক।
বাজারের এই অস্থিরতা নিয়ে GCL সিকিউরিটিজের ভাইস-চেয়ারম্যান রবি সিঙ্ঘল বলেছেন, ''আগামী কয়েক দিনের মধ্যে শেয়ার বাজার আরও অস্থির হতে পারে। তবে এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই৷ রাশিয়ার পদক্ষেপে বাজার ইতিমধ্যেই প্রায় ৫ শতাংশ নিচে নেমেছে। এখন দেখার মার্কিন যুক্তরাষ্ট্র রাশিযার এই পদক্ষেপে কী প্রতিক্রিয়া জানায়। তার উপরই আগামী সপ্তাহের বাজার নির্ভর করবে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সামরিক সাহায্য পাঠায়, তবে এটি বাজারের ক্ষেত্রে খুব নেতিবাচক হতে পারে। তবে এর সম্ভাবনা খুব কম। যদি রাশিয়া ইউক্রেনে পাল্টা হামলা বন্ধ করে দেয়, তাহলে বাজারে আর বড় কোনও পতন দেখা যাবে না।''
অনেকেই এই সময় ভয় পেয়ে স্টক বিক্রি করে দেন। এইভাবে এখন বাজার থেকে বেরিয়ে পড়া উচিত নয়। বরং বাজারের ওপর নজর রাখুন। এই সময় ভরসার স্টকগুলি ধরে রাখুন। পাশাপাশি নতুন বিনিয়োগ থেকেও দূরে থাকুন। কোনওভাবেই স্টক লোকসানে বিক্রি করে পোর্টফোলিওর ক্ষতি করবেন না। এর আগেও বাজারে এরকম বহুবার হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বাজারের এই পরিস্থিতি নিয়ে শেয়ারইন্ডিয়ার ভাইস-প্রেসিডেন্ট তথা হেড অফ রিসার্চ রবি সিং জানিয়েছেন আগামী দিনে এই বেঞ্চমার্ক সূচকগুলি আরও ৮-১০ শতাংশের বেশি সংশোধন হতে পারে। এরকম একটা সময়ে নিফটি ১৫,৫০০-র স্তর স্পর্শ করতে পারে।
তাই বাজারের এই সন্ধিক্ষণে নতুন কোনও বিনিয়োগ এখন করবেন না। রবি সিংয়ের মতে, দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা ৩-৫ বছরের বিনিয়োগের ক্ষেত্রে এর থেকে উপকৃত হবেন। আন্তর্জাতিক পরিস্থিতি শোধরালেই ফের চাঙ্গা হবে বাজার। তাই ভয় পাওয়ার কোনও কারণ নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -