সরকার স্বল্প সঞ্চয়ের এই স্কিমে বাড়াল সুদের হার, কত বেশি পাবেন হাতে ?
Investment : স্বল্প সঞ্চয়ে (Small Savings Schemes) ফের সুদের হার বৃদ্ধি করল সরকার। শুক্রবার 3 বছরের টাইম ডিপোজিটে (Post Office Time Deposit) এই হার বৃদ্ধি করা হয়েছে। বাকি সরকারি স্বল্প সঞ্চয়ে প্রকল্পে সুদের হার (Interest Rates) অপরিবর্তিত রাখা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসরকারি বিজ্ঞপ্তি অনুসারে, পিপিএফ-এ (PPF) সুদের হার 7.1 শতাংশ, NSC-তে 7.7 শতাংশ এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8.2 শতাংশে একই রাখা হয়েছে।
অর্থ মন্ত্রক শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার 2023-24 আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের জন্য 1 জানুয়ারি, 2024 থেকে শুরু করে এবং 31 শে মার্চের জন্য সংশোধন করা হয়েছে।
সেভিংস ডিপোজিট : 4 শতাংশ 1-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 6.9 শতাংশ 2-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 7.0 শতাংশ 3-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 7.1 শতাংশ 5-বছরের পোস্ট অফিস টার্ম ডিপোজিট: 7.5 শতাংশ
5-বছরের রেকারিং ডিপোজিট: 6.7 শতাংশ (6.5 শতাংশ আগে) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC): 7.7 শতাংশ কিষাণ বিকাশ পত্র: 7.5 শতাংশ (115 মাসে পরিপক্ক হবে)
পাবলিক প্রভিডেন্ট ফান্ড: 7.1 শতাংশ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট: 8.0 শতাংশ থেকে 8.2 শতাংশ হয়েছে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: 8.2 শতাংশ মান্থলি ইনকাম অ্যাকাউন্ট : 7.4 শতাংশ।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) Domestic Systemically Important Banks 2022 নামে একটি তালিকা প্রকাশ করেছে ৷ অর্থাৎ, দেশীয় ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ব্যাঙ্কগুলি৷ তালিকায় রয়েছে দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কগুলির নাম।
RBI ঘোষিত সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকায় একটি সরকারি এবং 2টি বেসরকারি ব্যাঙ্কের নাম রয়েছে।
তার মধ্যে সরকারি ক্ষেত্রের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) নাম রয়েছে। এছাড়া বেসরকারি খাতের ২টি ব্যাঙ্ক এই তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে HDFC ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্কের নাম ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -