Sukanya Samriddhi Account: সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও রয়েছে কিছু খামতি। জেনে নিন এখানে
Sukanya Samriddhi Account
1/9
দেশে কন্যাসন্তানের স্বার্থে এই প্রকল্প শুরু করেছিল মোদি সরকার। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ অভিযানের অংশ হিসেবে চালু করা হয়েছিল এই প্রকল্প। বর্তমানে এই প্রকল্পে সুদের হার বার্ষিক ৮ শতাংশ রাখা হয়েছে। চক্রবৃদ্ধি হারে বাড়বে এই সুদ । মনে রাখবেন, SSY অ্যাকাউন্ট ১০ বছরের কম বয়সী কন্যাশিশুর জন্য খোলা যেতে পারে।
2/9
আকর্ষণীয় সুদের হার ও ট্যাক্সের সুবিধা থাকা সত্ত্বেও, এই স্কিমে বিনিয়োগ করার আগে আপনাকে এখনও কিছু জিনিস জানতে হবে। নীচে দেখে নিন বিষয়গুলি।
3/9
লক-ইন পিরিয়ড: এই স্কিমের লক-ইন পিরিয়ড ২১ বছরের। যার অর্থ আপনি মেয়াদপূর্তির আগে টাকা তুলতে পারবেন না। আপনার যদি জরুরি বা অন্যান্য জটিল খরচের জন্য অর্থের প্রয়োজন হয়, তবে এতে আপনার সমস্যা হতে পারে। অকালমৃত্যুর মতো ক্ষেত্রে টাকা তোলার অনুমতি দেওয়া হলেও এই প্রকল্প অন্যান্য বিনিয়োগ বিকল্পের তুলনায় এটিকে অনমনীয় করে তোলে।
4/9
সীমিত আমানত: স্কিমটি বিনিয়োগের পরিমাণ কোনও সুবিধা দেয় না। এতে আর্থিক বছরে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হল ২৫০ টাকা। যেখানে সর্বাধিক বিনিয়োগের পরিমাণ ১.৫ লক্ষ টাকা৷ অভিভাবককে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত বার্ষিক ন্যূনতম পরিমাণ বিনিয়োগ করতে হয়।
5/9
কম রিটার্ন: হ্যাঁ, স্কিমটি বেশিরভাগ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় উচ্চ সুদের হার অফার করে, মিউচুয়াল ফান্ড, স্টক, বন্ডের মতো অন্যান্য বিনিয়োগ বিকল্পের তুলনায় রিটার্ন এখনও কম।
6/9
শুধুমাত্র কন্যাশিশুদের জন্য প্রযোজ্য: সুকন্যা সমৃদ্ধি যোজনা কেবল কন্যা সন্তানের জন্য প্রযোজ্য, যার অর্থ আপনি আপনার ছেলে বা পরিবারের অন্য কোনও সদস্যের জন্য এতে বিনিয়োগ করতে পারবেন না। কেবল পুত্রসন্তান সহ পরিবারের জন্য এটি একটি অসুবিধার কারণ হতে পারে।
7/9
ট্যাক্সের প্রভাব: যদিও স্কিমটি কর সুবিধা দেয়, তবে বিনিয়োগের উপর অর্জিত সুদ করযোগ্য। যদি আপনি মেয়াদপূর্তির আগে টাকা তুলে নেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে ও ট্যাক্স সুবিধাও হারাতে হবে।
8/9
Fixed Deposit Rates : রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট একই রাখার পর থেকে এবার স্থায়ী আমানতে (FD Rates Cut)সুদের হার কমাতে শুরু করেছে ব্যাঙ্কগুলি। জেনে নিন, কোন কোন ব্যাঙ্ক এফডিতে সুদের হার কমিয়েছে।
9/9
এবার থেকে তাই সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগের আগে দেখে নিন সবকিছু। সবথেকে ভাল হয়, আপনার আর্থিক পরামর্শদাতার সঙ্গে এই বিষয়ে কথা বলুন।
Published at : 05 Jun 2023 02:55 PM (IST)