Digital Gold: সোনার গয়না নয়, ডিজিটাল সোনা কিনছেন ? পাবেন এই সুবিধে
সোনার গয়না কেনা নয়, ডিজিটাল গোল্ড কেনা এখন বিনিয়োগের অন্য একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যেখানে আপনি সরাসরি সোনার গয়না, বার, কয়েন কিছুই কেনেন না। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে সেই সোনার দাম খরচ করে তা বিনিয়োগ করে রাখেন। দাম বাড়লে সেই ডিজিটালি কিনে রাখা সোনা আবার বিক্রি করে দিতে পারেন। ছবি- ফ্রিপিক
বহু মানুষ আগে সোনা কিনে রাখতেন বিনিয়োগের মাধ্যম হিসেবে। নিশ্চিত রিটার্ন, ঝুঁকিহীন বিনিয়োগ। তবে এখন যুগ বদলেছে, সোনা কেনার থেকে ডিজিটাল গোল্ডে বিনিয়োগ বাড়ছে। ছবি- ফ্রিপিক
ডিজিটাল গোল্ড কিনলে তাঁর বেশ কিছু সুবিধাও আছে। জেনে নিন এমনই ৫টি সুবিধে যা ডিজিটাল গোল্ড কিনলে আপনি পেয়ে যাবেন। ছবি- ফ্রিপিক
আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে আপনি চাইলে ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করতে পারেন। দোকানের মত নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়ার দরকার নেই। ছবি- ফ্রিপিক
২৪ ঘণ্টার মধ্যে আপনার সুবিধেমত যখন খুশি আপনি সোনায় বিনিয়োগ করতে পারেন। সোনা বিক্রিও করতে পারেন যখন খুশি। ছবি- ফ্রিপিক
ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এটা একটা ভাল উপায়। খুব কম টাকা পুঁজি নিয়েও এই ডিজিটাল গোল্ডের মাধ্যমে আপনি বিনিয়োগ করতে পারেন। ছবি- ফ্রিপিক
ডিজিটাল গোল্ড কেনা থাকলে সেই সোনা বাড়ি থেকে বা ব্যাঙ্ক থেকে চুরি যাওয়ার ভয় থাকে না কখনই। নিরাপত্তা নিয়ে কোনও দুশ্চিন্তায় পড়তে হয় না। ছবি- ফ্রিপিক
বাজার থেকে সোনা কেনার থেকে এই ডিজিটাল গোল্ড অনেক বেশি লিকুইড ফ্যাক্টর সম্পন্ন। বিক্রির সময় আপনি সোনার পুরো দামটাই ফিরে পাবেন। ছবি- ফ্রিপিক
যত পরিমাণ সোনা আপনি কিনে রেখেছেন, তার উপর বিক্রির সময় আপনি রিটার্ন পাবেন। সোনার দাম বাড়লে সেই বাড়তি রিটার্নের সুবিধে তো আপনি পাবেনই। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -