Women in Business: দেশের বড় বড় সংস্থার ব্যবসা চালাচ্ছেন এই ৫ মহিলা, কয়েক লক্ষ কোটির মালিক
দেশের সব ক্ষেত্রেই মহিলারা এগিয়ে আসছেন। ব্যবসার দুনিয়াতেই বা তাঁর পিছিয়ে থাকবেন কেন। দেশের বড় বড় পারিবারিক ব্যবসার হাল ধরেছেন এই মহিলারা। ছবি- শিব নাদার ফাউন্ডেশন থেকে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকার প্রথমেই আছেন HCL Technologies সংস্থার রোশনি নাদার মলহোত্রা। ব্যবসায়িক দুনিয়ায় সাফল্যের নতুন আখ্যান লিখেছেন তিনি। তাঁর মোট সম্পদের পরিমাণ এখন ৪.৩০ লক্ষ কোটি টাকা। ছবি- এইচসিএল টেক ওয়েবসাইট থেকে
এরপরেই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নিসাবা গোদরেজ। গোদরেজ কনজিউমার অ্যান্ড প্রোডাক্টস লিমিটেড সংস্থার এমডি ও চেয়ারপার্সন তিনি। ছবি- লিঙ্কডইন থেকে
নিসাবা গুপ্তার বর্তমানে অর্থাৎ ২০২৪ সালের হিসেবে মোট সম্পদের পরিমাণ ১.৭২ লক্ষ কোটি টাকা। ছবি- লিঙ্কডইন থেকে
লুপিন লিমিটেড সংস্থার নন এক্সিকিউটিভ চেয়ারপার্সন হলেন মঞ্জু ডি গুপ্তা। ২০১৭ সাল থেকেই তিনি কর্মরত আছেন। ছবি- লুপিন লিমিটেড ওয়েবসাইট থেকে
৪০ বছর ধরে ব্যবসায়িক দুনিয়ায় থাকার পর এখন ২০২৪ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭১,২০০ কোটি টাকা। ছবি- লুপিন লিমিটেড ওয়েবসাইট থেকে
এই তালিকায় চতুর্থ স্থানে থাকবেন সুশীল দেবী সিঙ্ঘানিয়া। যার নাম জড়িয়ে আছে বিখ্যাত জে কে সিমেন্ট সংস্থার সঙ্গে। ছবি- জে কে সিমেন্ট ওয়েবসাইট থেকে
তিনি বর্তমানে জে কে সিমেন্ট সংস্থার চেয়ারপার্সনের ভূমিকায় আছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকা। ছবি- জে কে সিমেন্ট লিঙ্কডইন থেকে
সবশেষে তালিকার পঞ্চম মহিলার নাম মেহের পুদুমজী। আগা ফ্যামিলির সঙ্গে তাঁর নাম জড়িয়ে। তাঁর সংস্থার নাম থার্মাক্স গ্রুপ। ছবি- থার্মাক্স গ্রুপের ওয়েবসাইট থেকে
থার্মাক্স গ্রুপের চেয়ারপার্সন মেহের পুদুমজী এখন ভারতের অন্যতম বরিষ্ঠ ব্যবসায়ী যার মোট সম্পদ এখন ৪৪ হাজার কোটি টাকা। ছবি- লিঙ্কডইন থেকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -