লাদাখে পেট্রোলিং পয়েন্ট ১৪-তে চিনা সেনার তাঁবু, পাল্টা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভারতীয় ফৌজের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2020 01:48 PM (IST)
![লাদাখে পেট্রোলিং পয়েন্ট ১৪-তে চিনা সেনার তাঁবু, পাল্টা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভারতীয় ফৌজের লাদাখে পেট্রোলিং পয়েন্ট ১৪-তে চিনা সেনার তাঁবু, পাল্টা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভারতীয় ফৌজের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/25134812/Sandip-Ladakh-Army-tent-8.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
1
গালওয়ান নদীর পাশে পেট্রোলিং পয়েন্ট-১৪-তে এখনও চিনা সেনার তাঁবু আছে। একটি সূত্রে এমনই দাবি করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![লাদাখে পেট্রোলিং পয়েন্ট ১৪-তে চিনা সেনার তাঁবু, পাল্টা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভারতীয় ফৌজের লাদাখে পেট্রোলিং পয়েন্ট ১৪-তে চিনা সেনার তাঁবু, পাল্টা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভারতীয় ফৌজের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/25191552/Galwan-Valley-PTI.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
2
এপ্রিল থেকে লাদাখে আগ্রাসনের পরিকল্পনা চিনের। উপগ্রহ চিত্রে স্পষ্ট হয়েছে চিনের ছক।
![লাদাখে পেট্রোলিং পয়েন্ট ১৪-তে চিনা সেনার তাঁবু, পাল্টা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভারতীয় ফৌজের লাদাখে পেট্রোলিং পয়েন্ট ১৪-তে চিনা সেনার তাঁবু, পাল্টা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভারতীয় ফৌজের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/25191533/Sandip-Ladakh-Army-1.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
3
আইটিবিপি, শিখ গোর্খা ও পঞ্জাব রেজিমেন্টের জওয়ানরা থাকছেন। পাহাড়ে যারা পারদর্শী তাদের রাখা হচ্ছে এই বাহিনীতে।
4
গালওয়ান উপত্যকা অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। লেহতে দোকান, রাস্তা ফাঁকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। টুকরো টুকরো ছবিতে স্পষ্ট।
5
সেনা সূত্রে খবর, লাদাখে তিন স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
6
এই পরিস্থিতিতে পূর্ব লাদাখে তৎপরতা বাড়িয়েছে সেনা। টহল দিচ্ছে যুদ্ধবিমান।
7
সকাল হতে না হতেই বায়ুসেনার তৎপরতা। মিগ ২৯। কার্গো বিমানে টহল।
ফটো গ্যালারি (photo-gallery) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -