লাদাখে পেট্রোলিং পয়েন্ট ১৪-তে চিনা সেনার তাঁবু, পাল্টা ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভারতীয় ফৌজের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2020 01:48 PM (IST)
1
গালওয়ান নদীর পাশে পেট্রোলিং পয়েন্ট-১৪-তে এখনও চিনা সেনার তাঁবু আছে। একটি সূত্রে এমনই দাবি করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
এপ্রিল থেকে লাদাখে আগ্রাসনের পরিকল্পনা চিনের। উপগ্রহ চিত্রে স্পষ্ট হয়েছে চিনের ছক।
3
আইটিবিপি, শিখ গোর্খা ও পঞ্জাব রেজিমেন্টের জওয়ানরা থাকছেন। পাহাড়ে যারা পারদর্শী তাদের রাখা হচ্ছে এই বাহিনীতে।
4
গালওয়ান উপত্যকা অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। লেহতে দোকান, রাস্তা ফাঁকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। টুকরো টুকরো ছবিতে স্পষ্ট।
5
সেনা সূত্রে খবর, লাদাখে তিন স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
6
এই পরিস্থিতিতে পূর্ব লাদাখে তৎপরতা বাড়িয়েছে সেনা। টহল দিচ্ছে যুদ্ধবিমান।
7
সকাল হতে না হতেই বায়ুসেনার তৎপরতা। মিগ ২৯। কার্গো বিমানে টহল।
ফটো গ্যালারি (photo-gallery) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -