Anish Khan Death Protest: আনিসের মৃত্যুর বিচার চেয়ে মহাকরণ অভিযান, পড়ুয়া-পুলিশ সংঘর্ষে ধুন্ধুমার
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর প্রতিবাদে রাস্তায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। আনিসের মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মঙ্গলবার কলকাতায় মহাকরণ অভিযান। প্রতিবাদে সামিল যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকপালে, হাতে আনিসের নাম লিখে প্রতিবাদে সামিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দুপুর দুটো নাগাদ পার্ক সার্কাস থেকে শুরু হয় মিছিল। পড়ুয়াদের পরিকল্পনা ছিল পার্ক সার্কাস, মল্লিকবাজার, মৌলালি হয়ে ডোরিনা ক্রসিং ধরে মহাকরণে যাওয়া হবে। সেইভাবেই এগোতে থাকে পড়ুয়াদের লম্বা মিছিল।
কিন্তু হঠাৎ বদল হয় মিছিলের গতিপথে। মৌলালি থেকে পড়ুয়াদের ওই মিছিল ঘুরে যায় শিয়ালদার দিকে।
ওই পথে মিছিল যাওয়ার কথা ছিল না। রাস্তায় বাস-গাড়ির মধ্যে দিয়ে এগোতে থাকেন বিক্ষোভকারীরা। যানজট তৈরি হয়ে যায় রাস্তায়।
পুলিশের পরিকল্পনা ছিল ডোরিনা ক্রসিংয়েই মিছিল আটকানো হবে। মিছিলের গতিপথ দেখে পুলিশ আটকানোর চেষ্টা করলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। পুলিশের ব্যারিকেড ভাঙতেই মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। শিয়ালদায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।
বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে। বিশাল পুলিশবাহিনী নিয়ে পড়ুয়াদের রুখতে শুরু হয় ব্যাপক ধরপাকড়।
দীর্ঘক্ষণ ধরে মিছিল আটকানোর চেষ্টার পর অবশেষে সাফল্য পায় পুলিশ। পড়ুয়াদের মিছিল ছত্রভঙ্গ করে বিশাল পুলিশবাহিনী।
মিছিলের জেরে রাস্তায় প্রবল যানজট তৈরি হয়। ওই এলাকায় একাধিক স্কুল রয়েছে। স্কুলের ভিতর আটকে পড়ে পড়ুয়ারা।
এদিনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেয় এসএফআই। মূল প্রশাসনিক ভবনে তালা ঝোলাতেই বেঁধে যায় অশান্তি। মঙ্গলবার যাদবপুরের মতোই উত্তপ্ত হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -