Bike Riding Tips: বর্ষায় উইকএন্ডে লং ড্রাইভে যাচ্ছেন ? বাইক সফরে যেগুলি নিয়ে সতর্ক থাকবেন..
বৃষ্টিতে বাইরে বের হবার আগে বাইকের টায়ার চেক করে নিন। কোনওরকম ত্রুটি থাকলে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহেলমেট অবশ্যই ব্যবহার করবেন। আপনার হেলমেটে 'কার ওয়াক্স' ব্যবহার করুন। এতে জলে লেগে থাকে না। দৃষ্টিমানতা বেড়ে যায়।
বর্ষাকালে যেহেতু পিছলে পড়ার আশঙ্কা থাকে, তাই নিরাপদ একটা গতি বেছে নিয়ে বাইক চালানো উচিত। বুঝে ধীরেসুস্থে ব্রেক ব্যবহার করুন এই সময়।
বাইকের মিরর, ইন্ডিকেটর, হেডলাইট পরিস্কার রাখুন। তাতে অন্য পথচারির সুবিধা হবে। দুর্ঘটনার সম্ভাবনা কমবে।
বাইকের সব ইলেকট্রনিক গেজেট চেক করে নিন। বর্ষায় কোনও কিছু যাতে সমস্যা না করে, তা একবার দেখে নিন।
বাইকের গিয়ার, চেন সার্ভিসিং করান, এতে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কমাবে।
চেষ্টা করবেন বর্ষায় একেবারে সমান রাস্তা দিয়ে বা কাদা ভর্তি রাস্তা দিয়ে যেতে। পিচ উঠে যাওয়া রাস্তা এড়িয়ে যান। ঘর্ষণ তৈরি না হলে পিছল ধরবে।
বর্ষায় দিনের বেলায় বাইক সফরে বের হলেই ভাল হবে।
বাইকে অতিরিক্ত সওয়ারি বসাবেন না। এতেও বিপদের আশঙ্কা বাড়ে।
এই নিয়ম মেনে চললে বিপদ হবে না, বাইক সফর ভাল কাটবে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -