Sayan Banerjee Wedding: কোন মন্ত্রে বাঁধা পড়লেন দুই কমরেড? আলাপ-প্রেম-বিয়ের গল্পে বাম আইনজীবী সায়ন, রইল বিয়ের অ্যালবাম
সায়ন বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের তরুণ কিন্তু দুঁদে আইনজীবী। তিনি সুবক্তা। তাঁর জনপ্রিয়তা বাম আন্দোলনগুলিতে সামনের সারিতে থেকে। সাম্প্রতিক কালে বিভিন্ন ইস্যুতে দুর্নীতির বিরুদ্ধে সরব হতে দেখা গেছে সায়নকে। বাম ব্রিগেডের সেই তরুণ নেতা এবার পড়লেন বাঁধা, সাতপাকে। ABP Live এর সঙ্গে শেয়ার করলেন বিয়ের গল্প।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইনজীবী সায়নের সঙ্গে থাকার অঙ্গীকার নিলেন কোচবিহারের কন্যা তমাশ্রী দেবনাথ। তিনি কলকাতায় আইটি কোম্পানিতে কর্মরতা হলেও বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনে। কখনও সশরীরে পাশে থেকেছেন চাকরির দাবিতে আন্দোলনরত মানুষদের। সেই সূত্রেই সায়নের সঙ্গে মনের মিল।
সোশ্যাল মিডিয়া যে এভাবে কোনও কমরেডের সঙ্গে দেখা করিয়ে দেবে, বোধ হয় আশা করেননি কেউই। ই-দুনিয়া থেকে দুটো মানুষ বাস্তবেও একে অপরের কাছে এসেছেন। এর পিছনে অবশ্যই কাজ করেছে সায়ন ও তমাশ্রীর বামমনস্কতা।
কোচবিহারের সুনীতি আকাদেমির প্রাক্তনী পাত্রী। পেশায় ইঞ্জিনিয়ার। বিশ্বাস করেন এই রাজ্যকে ভাঙতে দেওয়া যাবে না। এই যে, মাঝে মাঝেই বাংলা ভেঙে পৃথক রাজ্যের দাবি করে সরব হয় বিভিন্ন রাজনৈতিক দল, তার বিরুদ্ধে নবদম্পতি। তাই তো তাদের বিয়ের কার্ডেও ছিল এর স্পষ্ট বার্তা।
সায়নের কথায়' মিশে যাক উত্তরের বোরোলি মাছের সাথে দক্ষিনের চিংড়ি।। বাঙাল আর ঘটির মিষ্টি ঝগড়ার মাঝেই বাড়ুক ভালোবাসার পারদ।। ভবিষ্যতে চেতন ভগতের টু স্টেসস এর গল্পের শরিক হতে চাই না আমরাকেউ ই চাই অভিন্ন হৃদযয়ের মতই অভিন্ন বাংলার গল্পের শরিক হতে।।'
ইদানীং কালে সায়নকে অনেকবারই উত্তরবঙ্গ সফর করতে দেখা গিয়েছে। তার ভিতরের গল্পটা বলে দিলেন সায়নই। ' শেষ কিছু মাসে আমার ঘন ঘন উত্তরবঙ্গ সফরের অনেক কারনের মধ্যে অন্যতম কারণ।'
সায়ন বিশ্বাস করেন, বিপ্লব ও প্রেমে নাকি হিসেব রাখতে নেই। তাই বোধ হয় তাঁর দুই পথ মিলে মিশে একাকার হয়ে গেল।
বিয়ের রাতে গিটার বাজিয়ে গাইলেন গান। সায়ন লিখলেন, 'আগামীর চলার পথে একে অপরের যোগ্য সাথী হয়ে ওঠার লড়াই জারি থাকুক।। বন্ধুত্বের বন্ধন দৃড় হোক।। উত্তরবঙ্গ আর দক্ষিনবঙ্গের হৃদয়ের বন্ধন আরও দৃড় হোক।।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -