Cyclone Asani : অশনি সংকেতে সিঁদুরে মেঘ দেখছে ইয়াসে পর্যুদস্ত হওয়া জেলাগুলি, কীভাবে সতর্ক প্রশাসন
দুর্যোগের আশঙ্কায় সতর্কতামূলক প্রচার চলছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে। সতর্ক করা হচ্ছে পর্যটক, মৎস্যজীবীদের। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ঘুম উড়েছে এলাকাবাসীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিবার ঘূর্ণিঝড় এলেই বিপদের শঙ্কা থাকে দক্ষিণ ২৪ পরগনায়। ব্যতিক্রম নেই এবারও। ঝুঁকি রয়েছে নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, বকখালি, গোসাবা, কুলতলি-সহ জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে।
ঠিক এক বছর আগে ঘূর্ণিঝড় ইয়াসের রুদ্ররূপ দেখেছিল পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ সমুদ্র উপকূলের বাসিন্দারা । ইয়াসের তাণ্ডবে সেদিন লন্ডভন্ড হয়ে গিয়েছিল দিঘা, কাঁথি, মন্দারমণি, তাজপুর-সহ একের পর এক সাজানো-গোছানো এলাকা।
সিঁদুরে মেঘ দেখছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের সমুদ্র তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা।
দুর্যোগ মোকাবিলায় সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। অন্যদিকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বদল হল মুখ্যমন্ত্রীর জেলা সফর সূচিতে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
‘অশনি’ মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী ১০ থেকে ১২ মে পর্যন্ত সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। ২৪ ঘণ্টার জন্য খোলা থাকছে পুরসভার কন্ট্রোল রুম।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রেই গতিপথ পরিবর্তন করে ওড়িশা উপকূল বরাবর এগোবে ‘অশনি’। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় অশনির আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বকখালি-সহ বিভিন্ন এলাকায় স্পিড বোটে চড়ে ফ্রেজারগঞ্জ থানার তরফে চালানো হচ্ছে প্রচার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -