Cyclone Asani : অশনি সংকেতে সিঁদুরে মেঘ দেখছে ইয়াসে পর্যুদস্ত হওয়া জেলাগুলি, কীভাবে সতর্ক প্রশাসন

Continues below advertisement

অশনি সংকেতে সিঁদুরে মেঘ দেখছে ইয়াসে পর্যুদস্ত হওয়া জেলাগুলি

Continues below advertisement
1/10
দুর্যোগের আশঙ্কায় সতর্কতামূলক প্রচার চলছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে। সতর্ক করা হচ্ছে পর্যটক, মৎস্যজীবীদের। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ঘুম উড়েছে এলাকাবাসীর।
2/10
প্রতিবার ঘূর্ণিঝড় এলেই বিপদের শঙ্কা থাকে দক্ষিণ ২৪ পরগনায়। ব্যতিক্রম নেই এবারও। ঝুঁকি রয়েছে নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, বকখালি, গোসাবা, কুলতলি-সহ জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে।
3/10
ঠিক এক বছর আগে ঘূর্ণিঝড় ইয়াসের রুদ্ররূপ দেখেছিল পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ সমুদ্র উপকূলের বাসিন্দারা । ইয়াসের তাণ্ডবে সেদিন লন্ডভন্ড হয়ে গিয়েছিল দিঘা, কাঁথি, মন্দারমণি, তাজপুর-সহ একের পর এক সাজানো-গোছানো এলাকা।
4/10
সিঁদুরে মেঘ দেখছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি ১ নম্বর ব্লকের সমুদ্র তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা।
5/10
দুর্যোগ মোকাবিলায় সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
Continues below advertisement
6/10
মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি। দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। অন্যদিকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বদল হল মুখ্যমন্ত্রীর জেলা সফর সূচিতে।
7/10
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মত্‍স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
8/10
‘অশনি’ মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী ১০ থেকে ১২ মে পর্যন্ত সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। ২৪ ঘণ্টার জন্য খোলা থাকছে পুরসভার কন্ট্রোল রুম।
9/10
আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রেই গতিপথ পরিবর্তন করে ওড়িশা উপকূল বরাবর এগোবে ‘অশনি’। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
10/10
ঘূর্ণিঝড় অশনির আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বকখালি-সহ বিভিন্ন এলাকায় স্পিড বোটে চড়ে ফ্রেজারগঞ্জ থানার তরফে চালানো হচ্ছে প্রচার।
Sponsored Links by Taboola