Chandannagore: বিপ্লবীদের আঁতুরঘরে দরিদ্র শিশুদের সঙ্গে সন্তানের জন্মদিন পালন
হুগলির চন্দননগরের প্রবর্তক সংঘ। একটা সময় বিপ্লবীদের আঁতুরঘর ছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্রিটিশ পুলিশকে বোকা বানিয়ে বিপ্লবীদের আশ্রয় দিতেন, চন্দননগরে মতিলাল রায়ের বাড়িতেই তৈরি হতো স্বাধীনতা আন্দোলনের নীল নকশা
যে মন্দিরকে ঢাল করে, যে বাড়িকে আশ্রয় করে একদিন মরণপণ লড়াই করেছেন, জেলে গিয়েছেন, ফাঁসিতে চড়েছেন আবার লড়ে গিয়েছেন অনন্য সাহসিকতায়, অগ্নিযুগের বীরেরা। আজ সেই বাড়ি মন্দির অবহেলা আর অনাদরে উপেক্ষিত।
সেই কাঠের টেবিল আজও আছে, যেখানে বসে গান লিখেছেন রবীন্দ্রনাথ! আলোচনা করেছেন সুভাষচন্দ্র বোস! ঐ উঠোনের মঞ্চে বসে চরকা কেটেছেন মহাত্মা গাঁধী!
এই সংঘ বাড়িতেই বেড়ে উঠছে একদল কচিকাঁচা। যাদের অনেকেই অনাথ। কয়েকজনের বাবা-মা থাকলেও তাদের সঙ্গে থাকেন না।
সন্তানের জন্মদিন উপলক্ষ্যে এই দরিদ্র শিশুদের পাশে দাঁড়ালেন শ্রীরামপুরের চিকিৎসক অভিষেক রেজা এবং তাঁর শিক্ষিকা স্ত্রী সুমনা নন্দী।
নিজেদের একমাত্র পুত্র আয়ুষ্মানের জন্মদিন পালন করলেন অসহায় শিশুদের সঙ্গে।
ছোট্ট আয়ুষ্মান নিজের হাতে প্রবর্তক সংঘে পালিত শিশুদের জন্য কেনা নতুন সোয়েটার, চকলেট ও মিষ্টি বিতরণ করল।
ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্প সমিতির সহ সম্পাদক শিল্পী ঘোষ, বাজি ও ডিজে বিরোধী মঞ্চের সাধারণ সম্পাদক গৌতম সরকার, চুঁচুড়া শ্রমজীবী হাসপাতালের যুগ্ম সম্পাদক সুদীপ রায়, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন লোধ, প্রবর্তক সংঘের পক্ষে অলোক অধিকারী, প্রদীপ বন্দ্যোপাধ্যায়রা।
প্রায় পঞ্চাশজন দুঃস্থ শিশুদের খাওয়ানো হল অনুষ্ঠানে।
শিশুরা সকলেই ব্যতিক্রমী একটি দিন কাটিয়ে আপ্লুত। প্রাণভরে শুভেচ্ছা জানিয়েছে নতুন বন্ধুকে। - নিজস্ব চিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -