Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৮ ঘণ্টার যাত্রা, অত্যাধুনিক ব্যবস্থা, লোভনীয় খাবার! বর্ষশেষেই বঙ্গে বন্দে ভারত
গত ২৬ ডিসেম্বর রাজ্যে পৌঁছয় বন্দে ভারত এক্সপ্রেস। ৩০ ডিসেম্বর এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতার আগে পূর্ব রেলের তরফে শুরু হয় ট্রায়াল রান। ২৬ ডিসেম্বর সকাল ৫টা ৫৫ মিনিটে হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রায়ালে ৮ ঘণ্টারও কম সময়ে হাওড়া থেকে এনজেপি পৌঁছয় ট্রেনটি।
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে ১৬ বগির এই ট্রেন। চেন্নাইয়ে রেলের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে অত্যাধুনিক এই ট্রেন।
১ হাজার ১২৮ জন যাত্রী উঠতে পারবেন। ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে চলতে পারলেও, এখন ১২০-১৩০ কিলোমিটার গতিবেগে চলাচল করবে বন্দে ভারত এক্সপ্রেস।
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় লাগবে মাত্র ৮ ঘণ্টা। মালদা টাউন স্টেশন ছাড়া আর কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে, তা এখনও ঠিক হয়নি।
এদিন বন্দে ভারত এক্সপ্রেস বীরভূমের রামপুরহাট স্টেশনে পৌঁছলে ট্রেন দেখতে ভিড় জমে। এখানে স্টপেজ না থাকলেও, পরীক্ষামূলক কাজের জন্য ২ মিনিট দাঁড়ায় ট্রেন। সেইসময়ে মোবাইল ফোনে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি শুরু হয়।
রাজ্য়ের প্রথম এবং দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে শুক্রবার, কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী।
দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেনের আনুষ্ঠানিক সূচনার পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির।
ট্রায়াল রান আগেই সম্পন্ন এখন শুধু দৌড় শুরুর অপেক্ষা। দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস।
সেই ট্রেন উদ্বোধন করতে শুক্রবার রাজ্য়ে আসছেন নরেন্দ্র মোদি। বছরশেষে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে বাংলায় সাজো সাজো রব।
রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেসের এক্সপ্রেসে এক্সিকিউটিভ ক্লাসে হাওড়া এবং এনজিপি-র মধ্য়ে ভাড়া হবে ৩২৫০ টাকা। এই এক্সিকিউটিভ ক্লাসেই ১৮০ ডিগ্রি ঘূর্ণায়মান আসন রয়েছে।
এর পাশাপাশি চেয়ার কারে ভাড়া হতে চলেছে ১৮৬৯ টাকা। বন্দে ভারত এক্সপ্রেসে ১১২৮ জন যাত্রীর বসার ব্য়বস্থা রয়েছে।
রেল সূত্রে খবর, হাওড়া এবং জলপাইগুড়ির মধ্য়ে তিনটি স্টেশনে থামবে বন্দে ভারত এক্সপ্রেস। সেগুলি হল- বোলপুর, নিউ ফরাক্কা এবং মালদা
সব ঠিক থাকলে আগামী শুক্রবার, ৩০ ডিসেম্বরই শুরু হচ্ছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারতের বাংলা সফর। সে ক্ষেত্রে ওই দিনই হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা হবে আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।
কখন ছাড়বে ট্রেন? এখনও পর্যন্ত যা ঠিক আছে, সেই অনুযায়ী, আপ ২২৩০১ বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২০ মিনিটে। আবার ডাউন ২২৩০২ বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে দুপুর ২টো ৫০ মিনিটে। সেই ট্রেন হাওড়ায় আসবে রাত ১০টা ২০ মিনিটে। তবে এই সময়সূচি সম্ভাব্য। চূড়ান্ত নয়। (ছবি অরিত্রিক ভট্টাচার্য)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -