Exit Poll 2024
(Source: Poll of Polls)
Mamata Banerjee: রাজ্য়পালের 'বাংলায় হাতেখড়ি'-ইস্যুতে মমতাকে তোপ, নতুন বছরে আরও কী বিষয়ে নিশানায় তৃণমূল ?
এদিন জয়প্রকাশ মজুমদার বলেন, 'এই ধ্রুব সাহা ব্যাক্তিটি, তার ব্যাকগ্রাউন্ড বিশেষভাবে আমরা জানিতো। এসব কথার কোনও অর্থ হয় না, কারণ প্রমাণ করলে, প্রমাণ করবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে, ওনারই গুরু শুভেন্দু অধিকারী, তিনি তো চিঠি লিখে বলেছেন মিড ডে মিল বন্ধ করে দিতে। তিনি আবার মিড মিলের জন্য কুম্ভিরাশ্রু ফেলছেন কেন ? তাঁদের দলের নেতা বলছেন, পশ্চিমবঙ্গের কোনও বাচ্চা যেনও মিড ডে মিল না পায়,.. এটা তো হচ্ছে বিজেপির ঘোষিত নীতি।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য়পালের বাংলায় হাতেখড়ি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। বৃহস্পতিবার রাতেই দিল্লি যান রাজ্য়পাল । কিন্তু, যে জল্পনা সামনে এসেছিল, যে তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করবেন। কিন্তু কারও সঙ্গেই তাঁর সাক্ষাত হয়নি। আর এই ইস্যুর পর, 'গোটাটাই সেটিংয়ের চিত্রনাট্য় নয় তো?' প্রশ্ন সিপিএমের।
সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'সবই হচ্ছে সেটিং, যা বলছে তাই করছে, যদি হাতেখড়ি দিতেই হত, রাস্তায় যাঁরা চাকরি না পেয়ে বসে আছেন, তাঁদের থেকে নিতে হত।'
সরাসরি মুখে নাম না নিলেও মমতার লেখা 'এপাং-ওপাং-ঝপাং' কবিতাকে 'অখাদ্য' বলে উল্লেখ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তার এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
'বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে মিড-ডে মিলের ফান্ড থেকে আর্থিক সাহায্য দিয়েছেন মুখ্যমন্ত্রী', ট্যুইট করে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে রাজ্য সরকার যে আর্থিক সাহায্য দিয়েছে, সেই টাকা কেন্দ্রের দেওয়া মিড-ডে মিলের ফান্ড থেকে দেওয়া হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে ফেসবুক পোষ্ট করলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। গতকাল ফেসবুক পোস্টে দুটি চেকের ছবি দিয়ে তিনি এই অভিযোগ তোলেন। এনিয়ে তদন্তেরও দাবি করেছেন ধ্রুব সাহা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিন নৌশাদ সিদ্দিকি গ্রেফতারির পর শুভেন্দু অধিকারী বলেন, ' এটা নবান্ন থেকে করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এটা। সম্পূর্ণভাবে দায়ী। বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ নয়, এই পুলিশের নাম মমতা পুলিশ। এই জন্য কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই মামলা করেছে দিল্লিতে। এই পুলিশ মমতা পুলিশ, এরা পিসি ভাইপো ছাড়া অন্য কাউকে চেনে না।'
দিলীপ ঘোষ বলেছেন, কুন্তলরাই তৃণমূল দলের অ্যাসেট। এদের হ্যান্ডলার বলে। সবার সঙ্গে কুন্তলের ছবি আছে। আজ অনেকেই চিনতে চাইছে না। অভিষেকের ডান দিকে বিনয় মিশ্র আর বাঁদিকে কুন্তল ঘোষ থাকে কেন? উনি বলছেন আমি সৎ। অসৎ প্রমাণে ফাঁসি দিয়ে দাও। যদি সেরকম ঘটনা ঘটে, হয়তো একদিন সেই ছবিও দেখা যাবে।
নেতাজির জন্মবার্ষিকিতে তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অভিযোগ জানিয়ে বলেন, 'পরবর্তীকালে যারা সরকারে এসেছেন, দেশ চালিয়েছেন, তাঁরা যথাযত মর্যাদা ওনাকে দেননি। বর্তমান প্রধানমন্ত্রীর নের্তৃত্বে দেশ এই মর্যাদা দান করছে, ভারতবাসী তাতে সামিল হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের।'
সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেন, 'যত পারছে এজেন্সি লাগাচ্ছে, গণতন্ত্রে এসবের জায়গা নেই। অনেকে এজেন্সির ভয়ে পালিয়ে গিয়েছে। দেশ বড় অসহায়, বাংলা কোনওমতে সামলাচ্ছি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -