Poila Boisakh : বর্ষবরণের জন্য তৈরি শহর ? হালখাতা - পঞ্জিকা - ক্যালেন্ডারের বাজার কেমন ?
হালখাতা ... পঞ্জিকা .... নতুন প্রকাশিত বই আর থাক দেওয়া ক্যালেন্ডার। এই কয়েকমাস আগেও যে কোভিড আর আমফান এই জায়গাটাকে এক্কেবারে নিষ্প্রাণ করে দিয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে তা বলবে কে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফের কলেজ স্ট্রিটের বইপাড়ায় চেনা ভিড়। হালখাতা কিনতে দোকানো দোকানে ভিড় ক্রেতাদের। দাম বেড়েছে কাগজের। তার প্রভাব হালখাতার দামেও।
কলেজ স্ট্রিট জুড়ে আজ সাজো সাজো রব। নববর্ষে প্রকাশকদের ঘরে ঘরে হয় সাহিত্যিকদের জমায়েত। সাহিত্য চর্চা থেকে নিছক আড্ডা । মেতে থাকে বইপাড়া।
গত ২ বছর তেমন করে কিছুই হয়নি। তবে এবার আবার পুরনো ছন্দে কলেজ স্ট্রিট। নতুন বইপ্রকাশের পাশাপাশি, হচ্ছে সাহিত্যিকদের জমায়েতও।
নববর্ষ মানেই হালখাতা। বাঙালি ব্যবসায়ীদের অর্থবর্ষের সূচনা। দুবছর যেমন ধুকছিল, সেই ধাক্কা সামলে উঠেছে অনেকটাই। এবার আবার হালখাতা কিনতে ভিড় জমছে দোকানে।
লাল বাঁধাই করা হালখাতা থেকে লাল কাগজের মোড়কে দড়ি দিয়ে বাঁধা খাতা। দোকানের ম্যানেজার জানালেন, আগে সবুজ রঙের এক ধরনের কাগজের খাতা বিক্রি হত, এখন আর সেই কাগজ পাওয়া যাচ্ছ না।
কোভিডকালে কাজ ছেড়ে গিয়েছেন পেপারমিলের অনেক শ্রমিক। হালখাতায় যে ধরনের পাতা ব্যবহার করা হয়, তা কিন্তু অন্যরকম। তাই এই কাগজ যথেষ্ট পরিমাণে সরবরাহ করতে পারছে না কারখানা।
বাঁধাই করা হালখাতার দাম বেড়েছে। এক সময় কলেজস্ট্রিট, বৈঠকখানা বাজারে হালখাতা কিনতে পড়ত মস্ত লাইন। মোটামুটি ভিড় সামলানোর জন্য লোক দরকার পড়ত। কিন্তু এখন সেই ভিড় নেই যদিও।
নতুন বছর মানেই পঞ্জিকা। কলেজ স্ট্রিট বাজার ভরেছে নানা ধরনের পঞ্জিকায়।
তিথি-বার-নক্ষত্র-যোগ-করণ — এই পাঁচটি বিষয়ের উপরে ভিত্তি করেই লেখা হয় পঞ্জিকা। গত ২ বছর লকডাউন চলতে থাকায় পঞ্জিকা ছাপাতেও দেরি হয় , চাহিদাও কম ছিল। তবে এবার কলেজ স্ট্রিটের দোকানে দোকানে থাক-থাক পঞ্জিকা ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -