আজ মহাসপ্তমী, শাস্ত্রমতে পুজোর শুরু, ঐতিহ্য মেনে বেলুড় মঠে প্রাণ প্রতিষ্ঠা দেবীর
চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয় মণ্ডপে৷
তারপর প্রতিমার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার পর, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শুরু৷
শ্রী রামকৃষ্ণ দেব দেবী দুর্গাকে মেয়ে রূপে পুজো করতেন । তাই নিয়ম মেনে কলা গাছকেই গণেশের বধূ হিসেবে স্নান করানো হয়। আর তারপর তাকে নতুন বস্ত্র পরিয়ে নিয়ে আসা হয় পুজোর মণ্ডপ পর্যন্ত। এরপর শুরু হয় পুজোর অন্যান্য আচার পালন।
এই নব পত্রিকার আক্ষরিক অর্থ হল ৯ টি গাছের পাতা। পুরাণ মতে, দেবী দুর্গা নয়টি রূপ রয়েছে। আর সেই নয়টি রূপকে একত্রে পুজো করা হয় মহা সপ্তমীর সকালের নব পত্রিকা রূপে।
চলতি বছরে ভক্তবৃন্দরা ঠিক করোনার আগে যেমনভাবে মঠের পুজো উপভোগ করতেন এই বছরেও তেমন ভাবেই পুজো উপভোগ করতে পারবেন।
করা হয়েছে ভোগের আয়োজনও। আজ থেকে পুজোর ক’দিন সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ।
এদিন দেবী দুর্গা প্রকৃতির রূপে পূজিতা হন ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -