আজ মহাসপ্তমী, শাস্ত্রমতে পুজোর শুরু, ঐতিহ্য মেনে বেলুড় মঠে প্রাণ প্রতিষ্ঠা দেবীর
চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে৷
আজ মহাসপ্তমী
1/8
চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে মহাসপ্তমীর মহাপুজো অনুষ্ঠিত হল বেলুড় মঠে৷
2/8
ভোরে মঙ্গলারতি শেষে বিভিন্ন উপাচার-সহ স্নানের পর নবপত্রিকাকে আনা হয় মণ্ডপে৷
3/8
তারপর প্রতিমার চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার পর, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো শুরু৷
4/8
শ্রী রামকৃষ্ণ দেব দেবী দুর্গাকে মেয়ে রূপে পুজো করতেন । তাই নিয়ম মেনে কলা গাছকেই গণেশের বধূ হিসেবে স্নান করানো হয়। আর তারপর তাকে নতুন বস্ত্র পরিয়ে নিয়ে আসা হয় পুজোর মণ্ডপ পর্যন্ত। এরপর শুরু হয় পুজোর অন্যান্য আচার পালন।
5/8
এই নব পত্রিকার আক্ষরিক অর্থ হল ৯ টি গাছের পাতা। পুরাণ মতে, দেবী দুর্গা নয়টি রূপ রয়েছে। আর সেই নয়টি রূপকে একত্রে পুজো করা হয় মহা সপ্তমীর সকালের নব পত্রিকা রূপে।
6/8
চলতি বছরে ভক্তবৃন্দরা ঠিক করোনার আগে যেমনভাবে মঠের পুজো উপভোগ করতেন এই বছরেও তেমন ভাবেই পুজো উপভোগ করতে পারবেন।
7/8
করা হয়েছে ভোগের আয়োজনও। আজ থেকে পুজোর ক’দিন সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ।
8/8
এদিন দেবী দুর্গা প্রকৃতির রূপে পূজিতা হন ।
Published at : 02 Oct 2022 02:06 PM (IST)