Weather Update: আকাশ কালো করে দুর্যোগের পূর্বাভাস, কখন বৃষ্টি শুরু আপনার জেলায়?
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আজ ও কাল ভারী বৃষ্টি ওপরের দুই জেলায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ উপকূলসহ বঙ্গোপসাগরে আগামী ১২ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থানের জয়সালমীর থেকে আজমের হয়ে রায়পুর এর ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি ক্ষয় করে ওড়িশা অতিক্রম করবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্রিশগড়ের দিকে অবস্থান করবে। সাধারণ নিম্নচাপ হিসেবে সেখানে ভারী বৃষ্টি সম্ভাবনা তৈরি করবে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে আসাম হিমাচল প্রদেশ রাজস্থান ও সৌরাষ্ট্র কচ্ছতে।
বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওয়াইড স্প্রেইড রেইন। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে দক্ষিণের জেলাগুলিতে। তবে বৃষ্টি চলবে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হিসেবে।
আজ একুশে জুলাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে।
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে। । দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। কলকাতা তো বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতে।
মঙ্গলবার পর্যন্ত ওয়াইড স্প্রেইড রেইন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। বুধবার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন উত্তরবঙ্গে। আজ রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ওপরের দিকের পাঁচ জেলাতে। ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।
রবিবার একুশে জুলাই মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কলকাতায়। সকাল ও দুপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। রাতেও আরো এক দফায় বৃষ্টি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কাল-পরশু বৃষ্টির পরিমাণ বাড়বে।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড ঝাড়খন্ড বিহার পরিষা পাঞ্জাব হরিয়ানা, রাজস্থান এবং কর্নাটকে। আগামী কয়েক দিন অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা উত্তরাখন্ড এবং গুজরাট রিজিয়নে। গুজরাট রিজিয়নে বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর প্রদেশ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং বিদর্ভ এলাকায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -