World Book Day: আজ বিশ্ব বই দিবস, কপিরাইট নিয়ে চলছে বিশ্বজুড়ে প্রচার
আজ বিশ্ব বই ও কপিরাইট দিবস। প্রতি বছরের ২৩ এপ্রিল দিনটি পালন করা হয়। আজকের দিনে জন্মগ্রহণ করেন ম্যানুয়েল মেইয়া ও মরিস ড্রাওন। অন্যদিকে, উইলিয়াম শেক্সপিয়র, মিগুয়েল ডে সেরভান্টেস ও জোশেফ প্লার প্রয়াণ দিবস আজ। সেই কারণেই বিশ্ব বই দিবস হিসেবে আজকের দিনটি বেছে নেওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৫ সালে ইউনেস্কোর সম্মেলনে বিশ্ব বই দিবস পালনের প্রস্তাব অনুমোদন করা হয়। অন্যান্য দিনগুলির থিম থাকলেও, বই ও কপিরাইট দিবসের আলাদা কোনও থিম নেই।
ইউনেস্কোর সঙ্গে বই প্রকাশক, বিক্রেতা ও পাঠাগারের প্রতিনিধিরা মিলে প্রতি বছর বিশ্ব বই রাজধানী হিসেবে একটি শহরকে বেছে নেন। এবার ২০০১ সালে প্রথমবার বেছে নেওয়া হয়েছিল স্পেনের রাজধানী মাদ্রিদকে। এবার বেছে নেওয়া হল মেক্সিকোর গুয়াদালায়ারা শহরকে।
ইউনেস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, সাক্ষরতা প্রচার, মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষা, বিজ্ঞান সংক্রান্ত জ্ঞান ও শিক্ষা বিষয়ক সম্পদ সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ইউনেস্কো আরও জানিয়েছে, সৃজনশীলতা, বৈচিত্র্য, সবার কাছে সমানভাবে জ্ঞান পৌঁছে দেওয়াই লক্ষ্য। বিশ্ব বই দিবসে সে বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।
ইউনেস্কোর আবেদন, লেখক, প্রকাশক, শিক্ষক, লাইব্রেরিয়ান, বেসরকারি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা ও গণমাধ্যমকে একসঙ্গে বইয়ের জন্য কাজ করতে হবে।
স্পেনের সাহিত্যিক ভিসেন্তে ক্ল্যাভেল আন্দ্রে প্রথম বই দিবস পালন করার উদ্যোগ নেন। সাহিত্যিক মিগুয়েল ডে সেরভ্যান্টেসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ অক্টোবর তাঁর জন্মদিনে বই দিবস পালন করা শুরু করেন ভিসেন্তে। পরে মিগুয়েলের মৃত্যুদিন ২৩ এপ্রিলে বই দিবস পালন করা শুরু করেন ভিসেন্তে। পরে ইউনেস্কো এই দিনটিকেই বেছে নেয়।
আবার অনেকের মতে, সেন্ট জর্জেস ডে-র সঙ্গে বিশ্ব বই দিবসের সম্পর্ক আছে। স্পেনের ক্যাটালোনিয়া প্রদেশের মানুষ প্রতি বছরের ২৩ এপ্রিল সেন্ট জর্জের প্রতি শ্রদ্ধা জানিয়ে বই ও সংস্কৃতির চর্চা করতেন। সেন্ট জর্জ সাহিত্য ও সংস্কৃতি ভালবাসতেন। সেই থেকেই বই দিবস পালন করা শুরু হয়।
ইউনেস্কোর পক্ষ থেকে বিশ্ব বই দিবসে প্রকাশক, বিক্রেতা ও পাঠাগারগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান জানানো হয়। আজকের দিনে সাক্ষরতা ও বই পড়ার উপকারিতার বিষয়ে প্রচার চালানো হয়। বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠান হয়।
সাহিত্য ও শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলেন, বই মানুষের বড় বন্ধু। সাহিত্যের মাধ্যমে যেমন বিভিন্ন বিষয়ে জ্ঞান বাড়ে, তেমনই ভাষা শিক্ষা হয়। বর্তমান সময়ে পিডিএফ জনপ্রিয় হয়ে উঠলেও, হাতে নিয়ে বই পড়াই বেশিরভাগ মানুষের প্রিয় অভ্যাস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -