Writers' Building Kolkata : খাঁ খাঁ করে লালবাড়ি ! ২০১৩ থেকেই শূন্য মহাকরণ, নবান্ন-আমলে কেমন আছে রাইটার্স?
সংস্কারের কাজের জন্য় মহাকরণ ছেড়ে ২০১৩ সালে রাজ্য় প্রশাসনের সদর দফতর সরে গেছিল নবান্নে। এখন কেমন আছে রাইটার্স ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকথা ছিল সংস্কারের পর কিছুদিনেই আবার মহাকরণে ফিরবে সব। কিন্তু, সেই থেকে দেখতে দেখতে পেরিয়ে গেছে এগারোটা বছর।
নবান্ন থেকেই চলছে রাজ্যের মূল প্রশাসনিক কাজ। নবান্ন চত্বরে গড়ে উঠেছে আরও সরকারি অফিস। কিন্তু কী পরিস্থিতি মহাকরণের?
আরও দু'টো বিধানসভা ভোট হয়ে গেছে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় তিনবার মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেছেন। কিন্তু, মহাকরণে তিনি আর ফেরেনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ঠিকানা এখনও সেই গঙ্গার ওপারের নবান্ন। সেখানে গড়ে উঠেছে সারি সারি নীল-সাদা সরকারি দফতর। আর লালবাড়ি আজও খাঁ খাঁ করছে।
মহাকরণে যে সংস্কারের কথা বলা হয়েছিল, তা দীর্ঘ এগারো বছরেও শেষ হল না কেন? অনেকের মনেই প্রশ্ন। অনেকে আবার ভুলেতেও বসেছেন।
কারণ খুঁজতে গিয়ে জানা গেল, আরেক চাঞ্চল্য়কর তথ্য়! সংস্কারের কাজ অনেকদিন ধরে থমকে!দেড় বছর ধরে কাজ থমকে রয়েছে রাইটার্স বিল্ডিংয়ের।
২০২১ সালে ব্লক ওয়ান এবং ব্লক টু-সহ মেন ব্লকের কিছু অংশে কাজ শেষ হয়ে গেছে। কাজ বাকি রয়েছে - মেন ব্লকের আরেকটি অংশে। এছাড়াও কাজ বাকি রয়েছে, ব্লক ৩, ব্লক ৪, ব্লক ৫ এ।
কানেক্টিং ব্লক AB, EF ভাঙা হলেও C, D এবং G এখনও ভাঙা বাকি রয়েছে। এগারো বছরে সংস্কারের কাজ শেষ হল না কেন? তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম।
প্রশাসন সূত্রে দাবি, তারা কোনও তাড়াহুড়ো করতে চাইছে না। ভবিষ্যতে রাইটার্স বিল্ডিংকে কীভাবে ব্য়বহার করা হবে সেই নিয়ে ভাবনাচিন্তা চলছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -