দেখুন, কোন কোন বাড়িতে শুরু হয়ে গেল দুর্গাপুজো, জানুন বনেদি পরিবারের পুজোর নেপথ্যকথা
২৮৭ বছরের এই পুজোয় দেবী সর্বমঙ্গলা দুর্গারূপে পূজিত হন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনার আশঙ্কা নিয়েই শুরু হল পুজোর দিন গোনা।
হুগলির শেওড়াফুলি রাজবাড়িতে কৃষ্ণানবমী তিথি থেকেই শুরু হল দুর্গোৎসব।
২২ অক্টোবর ষষ্ঠী। তার আগেই ঢাকে কাঠি পড়ল শারদোৎসবের।
নীল আকাশে সাদা মেঘের ভেলা.... মাঠে মাথা দোলাচ্ছে কাশফুল... বাতাসে পুজোর আমেজ...সেই আমেজ এখন ভরপুর দাস বাড়িতেও।
রীতি মেনে বাড়ি লোকেরা উমাকে বরণ করে নিলেন।
করোনা-কাঁটায় এবার অনেকটাই ফিকে পুজোর রং। তবু এরই মধ্যে সামাজিক দূরত্ব-বিধি মেনে আচার অনুষ্ঠান পালন করলেন দাস পরিবারের সদস্যরা।
আশ্বিন মল মাস হওয়ায় বেশ খানিকটা দেরিতে শুরু হতে চলেছে বাঙালির প্রাণের উৎসব। তার প্রায় মাসদেড়েক আগে কৃষ্ণানবমী তিথিতেই দেবীর বোধন সম্পন্ন হল। মধ্য কলকাতার শীল লেনের দাস বাড়িতে এদিন থেকেই সূচনা হল শারদোৎসবের।
একসময় কলেরা ঠেকাতে মৃন্ময়ীর পুজোর অন্যতম অঙ্গ হিসেবে মল্ল রাজারা চালু করেছিলেন খচ্চরবাহিনীর পুজো। তারপর থেকে তা চলে আসছে। এবার বিশ্বজুড়ে করোনার দাপট। রাজ পরিবারের সদস্য থেকে সাধারণ মানুষ, সকলেরই বিশ্বাস, দেবী মৃন্ময়ীই মহামারী থেকে উদ্ধার করবেন।
বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়িতে শুরু হল দেবী মৃন্ময়ীর পুজো। কামানের তোপধ্বনীর মাধ্যমে হল দেবীর আবাহন। রাজবাড়িতে উপস্থিত স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুজো পর্যন্ত চলবে পুজো।
এরপর রাজা জগৎমল্লর উদ্যোগে তৈরি হয় এই মৃন্ময়ীর মন্দির। আর এই মন্দিরের কাছেই তৈরি হয় রাজ প্রাসাদ। তখন থেকেই কৃষ্ণ নবমীতে পুজো হয়ে আসছে দেবী মৃন্ময়ীর।
৯৯৭ সালে শিকারের উদ্দেশ্যে বিষ্ণুপুরে আসেন রাজা জগৎমল্ল। কথিত আছে আজ যে জায়গায় মৃন্ময়ী মন্দিরের অবস্থান সেখানেই একটি বটগাছের নীচে ক্লান্ত হয়ে বসে পড়েন রাজা। সেইসময় দেবী মৃন্ময়ী আবির্ভূতা হয়ে ওই বট গাছের নীচে তাঁর মন্দির স্থাপনের নির্দেশ দেন।
এবার এক হাজার তেইশ বছরে পড়ল রাজবাড়ির পুজো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -