দেখুন, বাড়ির মেয়ে উমাকে আদরে ঘরে তুললেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়
সপরিবারে সুদীপা চট্টোপাধ্যায়
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিবছরের মতো এই বছরও অভিনেত্রী সুদীপা-অগ্নিদেবের বাড়ি আলো করে এলেন উমা। আদরে 'মা'কে বরণ করে নিল চট্টোপাধ্যায় পরিবার।
ঢাকা বিক্রমপুরে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের আদি বাড়ি। পুজো প্রায় ১৫০ বছরের পুরনো। অগ্নিদেবের কলকাতার বাড়িতে এই নিয়ে ৯ বছর পুজো হতে চলেছে।
দেবীর সঙ্গে সঙ্গে বাহনটির মাথাতেও থাকে রত্নখচিত মুকুট।
সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে মা সেজে ওঠেন অনেক অলংকারে। গলা থেকে পা অবধি লম্বা সীতাহারে দামী রত্নের বাহার। নাকে হীরের কমল নাকছাবি। জরোয়ার ময়ূর ব্রোচ। আরও কত কী। প্রতি বছরই দেবীর নতুন কোনও অলংকার গড়ানো হয়। তবে সব গয়নাই মা পঞ্চমীতে পরেন না।
এবার পুজোর রীতি বা আয়োজনে বড় একটা ফারাক না থাকলেও সপ্তমীর নবপত্রিকা স্নান হবে বাড়িতেই। 'অন্য কোনও কারণে নয়, বাড়ির মেয়েকে (নবপত্রিকা তো মায়েরই রূপ) করোনাকালে বাইরে যেতে দেব কেন? বাড়ির ছোট ছাদেই হবে কলাবউ স্নান। তারপর বেনারসির ছাতায় ঢেকে, পাখার বাতাস পেয়ে কলাবউ আসবেন ঘরে। যদিও গঙ্গায় একডুবে ঘট ডোবানোর রীতিতে কোনও অন্যথা হবে না। ', জানালেন সুদীপা।
সুদীপার উমাবরণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -