দশেরায় রাবণ-দহনে কুশপুতুলে মোদির মুখ! কৃষি আইনের বিরুদ্ধে বেনজির প্রতিবাদ পঞ্জাব-হরিয়ানায়
রাহুল গাঁধী এ ভাবে দশেরায় মোদির কুশপুতুল দহনের বিষয়ে বলেন, 'রবিবার পঞ্জাব জুড়ে এমন ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর প্রতি পঞ্জাবে যে এই রকম রাগ তৈরি হয়েছে, তা খুবই দুঃখজনক ও বিপজ্জনক প্রবণতা।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজেপির অভিযোগ, কংগ্রেসই এই কাজ করিয়েছে। বিজেপি নেতা রাজ্যবর্ধন সিংহ রাঠোরের মতে, বিরোধী আসনে থাকতে হওয়ায় কংগ্রেসের হতাশা প্রকাশিত হচ্ছে।
২৭ অক্টোবর জাতীয় স্তরে কৃষক সংগঠনগুলির পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে। ৫ নভেম্বর পঞ্জাবে বনধ।
এই নিয়ে শুরু হয়েছে রাজনীতির তর্কবিতর্ক। এই ঘটনায় কংগ্রেস-সহ বিরোধী নেতাদের বক্তব্য, এটি চাষিদের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। গেরুয়া শিবিরের অভিযোগ এর পিছনে হাত আছে কংগ্রেস সহ বিরোধীদেরই।
মোদি ছাড়া রাবণের অন্যান্য মাথার জায়গায় কোথাও অমিত শাহ, কোথাও অম্বানি, আদানিদের ছবি। কৃষি আইন এনে মোদি সরকার যে সব শিল্পপতিদের সুবিধে করে দিয়েছে, এই অভিযোগেই এই অভিনব রাবণ-দহন।
বিশালাকার রাবণ। দশেরায় লঙ্কাধিপতির কুশপুতুলে আগুন দেওয়াই রীতি। এদিনই রাবণ-নিধন করেছিলেন রাম। কিন্তু একী! পঞ্জাব হরিয়ানায় রাবণের কুশপুতুলে বসল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখের ছবি। রবিবার পঞ্জাব, হরিয়ানার বিভিন্ন এলাকায় ভারতীয় কিষাণ ইউনিয়ন ও অন্যান্য কৃষক সংগঠন মোদির ছবি বসানো রাবণের কুশপুতুল দাহ করে।তাদের যুক্তি, কৃষি আইনের বিরুদ্ধেই এই প্রতিবাদ। যাতে সামিল হয়েছে সব জায়গার সব শ্রেণির মানুষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -