Khan Sir : জীবনে সব থেকে বড় সিদ্ধান্ত কী ছিল খান স্যারের, কেন ছেড়েছিলেন ১৪০ কোটির অফার
Khan Sir : ৪০ টাকার গাড়িভাড়া জোগাড় করতে পারেননি, আজ ছেড়েছেন ১৪০ কোটির অফার। দেশের অন্যতম জনপ্রিয় শিক্ষক খান স্যার।
এবিপি নেটওয়ার্কের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন খান স্যার
1/10
আজ তিনি সফল। দেশের অন্যতম সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মধ্যে অন্যতম। অনেক লড়াই করে উঠে আসতে হয়েছে বিহারের বাসিন্দা এই শিক্ষককে।
2/10
খান স্যারের Khan GS Research Centre ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এই মুহূর্তে ২২.১ মিলিয়ন। তাঁর বক্তব্য, শরীরের জন্য যেমন অক্সিজেন জরুরি তেমনই জরুরি শিক্ষা।
3/10
UPSC -র কোচিংও করান তিনি। তাঁর বক্তব্য, লাখের উপরের ফিজ কমিয়ে সাড়ে ৭ হাজার করে দিয়েছেন তিনি। যাতে করে সবাই ভারতের শীর্ষ স্তরের এই প্রশাসনিক চাকরির স্বপ্ন দেখতে পারে।
4/10
ছেলেবেলায় তাঁর দারিদ্র্য সম্পর্কে বলতে গিয়ে এবিপি নেটওয়ার্কের Ideas of India অনুষ্ঠানে তিনি একবার বলেছিলেন,'গরিবিকে আমি এত কাছ থেকে দেখেছি, যতটা না কেউ তাঁর স্ত্রীকে দেখেছেন'।
5/10
বন্ধুদের সাহায্য যে অনেক পেয়েছেন সে সময়, তাও বলেছেন তিনি। বন্ধুরা পকেটমানি থেকে তাঁকে টাকা দিয়েছে বলে জানান। কিছু শিক্ষকও এগিয়ে এসেছিলেন।
6/10
পরে ঠিক করেন, টাকার অভাবে গরিব পরিবারের কোনও পড়ুয়া যেন শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত না হয়। সে ব্যাপার নিশ্চিত করবেন তিনি।
7/10
চল্লিশ টাকা গাড়ি ভাড়ার জন্য যেতে পারেননি একসময়, এখন ১৪০ কোটি টাকা চাকরির অফারও ফিরিয়েছেন হাসিমুখে। দাবি খান স্যারের। তাঁর কথায়, টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের ভালবাসা কেনা যায় না।
8/10
পারিপার্শ্বিক চাপকে কীভাবে মোকাবিলা করবে পড়ুয়ারা ? কী পরামর্শ দিয়েছেন খান স্যার ? তিনি বলেছেন, কে কী বলল তার দিকে নজর না দিয়ে নিজের মায়ের কথা, মা-বাবার কথা মেনে চলতে। কারণ সমাজের চেয়ে কোনও পড়ুয়ার ক্ষমতাকে তার মা-বাবা বেশি চেনেন।
9/10
সমাজের ও পারিপার্শ্বিক চাপের কাছে নতিস্বীকার না করে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন খান স্যার। পরামর্শ দিয়েছেন, নিজের রাস্তা থেকে বিচ্যুত না হতে।
10/10
নিজে ইংরেজি ছেড়ে মাতৃভাষা হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছেন। তাঁর মতে, এটা তাঁর জীবনে সবথেকে বড় সিদ্ধান্ত ছিল। শিক্ষায় ভাষা বাধা হওয়া উচিত নয়, এটাই খান স্যারের মত।
Published at : 27 Nov 2023 12:07 PM (IST)