Success Story: মডেলিং ছেড়ে সিভিল সার্ভিসে ! তিনবার ব্যর্থ হয়েও কীভাবে সফল IAS তাসকিন ?
একসময় মডেলিং ছিল ধ্যান, জ্ঞান। ইচ্ছে ছিল মিস ইন্ডিয়া হওয়ার। সেইভাবেই নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে যেতে হঠাৎ রাস্তা বদল। ছবি- তাসকিন খানের ইনস্টাগ্রাম থেকে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমডেলিং ছেড়ে সোজা আইএএস অফিসার ! অসম্ভবকে সম্ভব করেছেন উত্তরাখন্ডের তাসকিন খান। মিস ইন্ডিয়া হতে চেয়েছিলেন, আর আজ সফল আইএএস অফিসার। ছবি- তাসকিন খানের ইনস্টাগ্রাম থেকে
দেরাদুনে জন্ম হয় তাসকিনের। ছোটবেলা থেকেই তাঁর বড় শখ মডেলিং করার। মিস দেরাদুন, মিস উত্তরাখন্ড খেতাবও জিতেছেন তাসকিন। ছবি- তাসকিন খানের ইনস্টাগ্রাম থেকে
অভাব ছিল ঘরে, আর্থিক টানাপোড়েনও ছিল। তাঁর মধ্যেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন তাসকিন খান। মডেলিং করতে করতেই শুরু হয় ইউপিএসসি পরীক্ষার। ছবি- তাসকিন খানের ইনস্টাগ্রাম থেকে
মডেলিং ছেড়ে অ্যাকাডেমিক জগতে পা রাখেন তাসকিন খান। পড়াশোনার জন্য দেরাদুন ছেড়ে চলে আসেন মুম্বইতে। ছবি- তাসকিন খানের ইনস্টাগ্রাম থেকে
তারপর ইউপিএসসির প্রস্তুতির জন্য তিনি দিল্লিতে চলে আসেন। প্রথমবার পরীক্ষাতেই সাফল্য আসেনি। তবে থেমে যাননি তাসকিন। ছবি- তাসকিন খানের ইনস্টাগ্রাম থেকে
এরপর ফের একবার পরীক্ষা দেন তিনি, পরপর তিনবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হন তাসকিন খান। তবু লড়াই জারি ছিল। ছবি- তাসকিন খানের ইনস্টাগ্রাম থেকে
২০২০ সালে চতুর্থবারের পরীক্ষাতেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তাসকিন খান। সারা দেশের মধ্যে ৭৩৬ র্যাঙ্ক অর্জন করেন তিনি। ছবি- তাসকিন খানের ইনস্টাগ্রাম থেকে
এর আগে খেলাধুলার জগতেও তিনি বিশেষ কৃতী ছিলেন। বাস্কেটবলে জাতীয় স্তরের চ্যাম্পিয়ন ছিলেন তাসকিন খান। ছবি- তাসকিন খানের ইনস্টাগ্রাম থেকে
নিজের জীবনের কঠোর পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে তাসকিন বুঝিয়ে দিয়েছেন যে ইচ্ছে থাকলে সবই করা যায়। ছবি- তাসকিন খানের ইনস্টাগ্রাম থেকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -