Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
UGC Guidelines: কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার নিয়মকানুন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলি এখন ৫০ শতাংশ পড়ুয়া হাজিরা নিয়ে শুরু হবে। ভিড় এড়াতে কলেজের বাইরে যাবতীয় কর্মসূচি আপাতত স্থগিত থাকবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিক্ষা প্রতিষ্ঠানগুলির খোলার ক্ষেত্রে অন্যতম পূর্বশর্ত হল যে, বিশ্ববিদ্যালয়গুলির পুনরায় খোলার আগে শিক্ষাঙ্গনের অঞ্চলটি যেন অবশ্যই কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকার দ্বারা নিরাপদ ঘোষিত হয়।
সোশ্যাল ডিস্টান্সিং নিয়মের পাশাপাশি, কলেজগুলিকে নিশ্চিত করতে হবে যাতে পড়ুয়া ও শিক্ষাকর্মী সবসময় মাস্ক পরে থাকে এবং ক্যাম্পাস প্রতিদিন জীবাণুমুক্ত করা হয়।
ক্যাম্পাসকে চাপমুক্ত রাখতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়মিত পরিদর্শনে যাবেন কোনও পরামর্শদাতা।
মানসিক স্বাস্থ্য, মানসিক অস্থিরতা ও পড়ুয়াদের কল্যাণের কথা মাথায় রেখে ক্যাম্পাসে হেল্পলাইন চালু করার নির্দেশ সবকটি শিক্ষা প্রতিষ্ঠানকে দিয়েছে ইউজিসি।
পড়ুয়া-সংখ্যা সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়। বলা হয়েছে অবশ্যই করোনাকালে চালু হওয়া যাবতীয় সামাজিক দূরত্ব বিধি পালন করতে।
দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাবতীয় বহিরঙ্গন কর্মসূচি বন্ধ রাখতে। পাশাপাশি, বাইরের বিশেষজ্ঞদের ক্যাম্পাসে প্রবেশ, স্টাডি ট্যুর ও ফিল্ড ওয়ার্ক সব যথাসম্ভব স্থগিত রাখতে।
শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পরামর্শ দেওয়া হয়েছে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে।
যে সকল পড়ুয়ারা বাড়িতে থেকে অনলাইন পঠনপাঠন করতে চায়, তাঁদের জন্য অনলাইন স্টাডি মেটেরিয়াল ও ই-রিসোর্স সুবিধা দিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছে ইউজিসি।
শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে-- আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য অনলাইন শিক্ষা ও পঠন-পাঠনের ব্যবস্থা রাখতে, যাঁরা আন্তর্জাতিক যাত্রা নিষেধাজ্ঞা ও ভিসা সমস্যার কারণে সশরীরে ক্লাসে যোগ দিতে পারছেন না।
ইউজিসি-র নির্দেশিকায় বলা হয়েছে-- প্রত্যেক ফ্যাকাল্টি সদস্যকে অনলাইনে শিক্ষাদানের জন্য প্রশিক্ষণ প্রদান করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -