Mamata Banerjee Cabinet: রাজ্যের নতুন মন্ত্রীসভায় মুখ্যমন্ত্রী সহ নয়জন মহিলা সদস্য, কে কোন মন্ত্রকের দায়িত্বে
তৃতীয় মমতা মন্ত্রিসভার শপথ গ্রহণ হল। করোনা-কালে মাত্র ৬ মিনিটে পূর্ণ-স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রতিমন্ত্রী পদে শপথগ্রহণ ৪৩ মন্ত্রীর। এবারও স্বরাষ্ট্র ও স্বাস্থ্য সহ একাধিক দফতর নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের মন্ত্রিসভায় মমতা সহ রয়েছেন নয়জন মহিলা। দেখে নেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায় বাদে মন্ত্রিসভার অন্যান্য মহিলা সদস্য কারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশশী পাঁজা -নারী ও শিশুকল্যাণ, সমাজ কল্যাণ (পূর্ণ মন্ত্রী)
চন্দ্রিমা ভট্টাচার্য -পুর ও নগরোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন (প্রতিমন্ত্রী- স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)
রত্না দে নাগ -পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি (প্রতিমন্ত্রী- স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)
সন্ধ্যারানি টুডু -পশ্চিমাঞ্চল উন্নয়ন, সংসদ বিষয়ক (প্রতিমন্ত্রী- স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)
শিউলি সাহা -পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন (প্রতিমন্ত্রী)
সাবিনা ইয়াসমিন -সেচ, জলপথ পরিবহণ ও উত্তরবঙ্গ উন্নয়ন (প্রতিমন্ত্রী)
বীরবাহা হাঁসদা –বন (প্রতিমন্ত্রী)
জ্যোৎস্না মাণ্ডি -খাদ্য ও গণবণ্টন (প্রতিমন্ত্রী)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -