Modi Bengal Rally Pics: সাহাগঞ্জে প্রতিশ্রুতির ঝুলি উপুড় মোদির
সোমবার রাজ্যে এসে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রতিশ্রুতি দেন, 'বাংলায় বিজেপি এলে এখানকার সব মানুষ নিজেদের রাজ্য নিয়ে গর্ব করার সুযোগ পাবেন।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোদির আশ্বাস, 'এখানকার মানুষকে কেউ ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না।'
মোদি যোগ করেন, ‘দ্রুত উন্নয়নের স্বার্থে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ। আগেরবার বাংলায় এসে বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার পরিকাঠামোর কথা বলেছিলাম। আজ রেল ও মেট্রো সংযোগকে আরও পোক্ত করার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। হুগলি ও কলকাতার রেলওয়ের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু হচ্ছে। বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিনন্দন।’
প্রধানমন্ত্রীর আশ্বাস, ‘সোনার বাংলা তৈরি করতে সবাই কাজ করবেন।'
মোদি জানান, হাইওয়ে, রেলপথ, জলপথ, সবরকম সংযোগ ব্যবস্থাতেই জোর দেওয়া হচ্ছে গোটা দেশে। বাংলাতেও হচ্ছে। তিনি বলেন, ‘রেললাইন সম্প্রসারণের কাজ দ্রুত হচ্ছে। বাংলার সামনে সম্ভাবনার নতুন দরজা খুলে যাচ্ছে। ফ্রেট করিডরের দারুণ সুবিধা পাবে বাংলা। এই প্রকল্পের একটা অংশ চালু হয়েও গিয়েছে। বাকি অংশও খুব শীঘ্রই চালু হবে। অনেক নতুন উদ্যোগ আসবে বাংলা। কিষাণ রেলের সুবিধা বাংলার ছোট চাষীরাও পাবে। দেশের একশোতম কিষাণ রেল মহারাষ্ট্র থেকে বাংলার শালিমার পর্যন্ত চালানো হয়েছে। ফল, সব্জি, দুধ আর মাছচাষের সঙ্গে যুক্তরা এখন মুম্বই ও পুণের বাজারেও পৌঁছে যাচ্ছে।‘
মোদি বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে এখানকার সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে।‘
মোদি বলেছেন, 'এমন বাংলা গড়া হবে যেখানে সকলের উন্নয়ন হবে।'
মোদি বলেছেন, 'এই রাজ্যে বিজেপি এলে তোলাবাজি মুক্ত বাংলা হবে।'
মোদি বলেছেন, 'বাংলায় পদ্ম ফোটানো এই জন্য়ই জরুরি, যাতে আসল পরিবর্তন হয়।'
মোদি বলেন, 'আপনাদের এই উৎসাহ, এই উদ্যম, এই স্বপ্ন কলকাতা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত অনেক বড় বার্তা দিচ্ছে।'
‘রেললাইন সম্প্রসারণের কাজ দ্রুত হচ্ছে। বাংলার সামনে সম্ভাবনার নতুন দরজা খুলে যাচ্ছে,' বলেন মোদি।
সোমবারও সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন নরেন্দ্র মোদি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -