Singur wall graffiti: গোলকিপার মমতা, গোল পেলেন মোদি? ছড়া-ছবিতে সিঙ্গুরে জমজমাট দেওয়াল-যুদ্ধ
বিধানসভা ভোট নিয়ে রাজনৈতিক উত্তাপের পারদ তুঙ্গে। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে ছড়া-ছবিতে জমে উঠেছে দেওয়াল লিখনের লড়াই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিঙ্গুরে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বেচারাম মান্নাকে। বিজেপির টিকিটে লড়ছেন এলাকার বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সংযুক্ত মোর্চার প্রার্থী বামফ্রন্টের সৃজন ভট্টাচার্য।
দেওয়াল লিখনে একে অন্যের প্রতি কটাক্ষ করতে ছাড়েনি কোনও দলই। প্রচারে নরেন্দ্র মোদিকে 'মিথ্যুক' বলে তোপ দাগছেন তৃণমূল নেতা-নেত্রীরা। দেওয়াল লিখনেও প্রধানমন্ত্রীকে সেই কাঁটায় বিঁধেছে তৃণমূল।
মমতা বলেছিলেন, তিনি গোলকিপার। প্রতিপক্ষকে গোল করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর তিনি এখন হুইলচেয়ারে চেপেই প্রচার করছেন। বিজেপি ব্যঙ্গ করে কার্টুন এঁকে দেখিয়েছে, মোদি বলে শট মারছেন। আর গোল খেয়ে যাচ্ছেন হুইলচেয়ারে বসে থাকা মমতা। হুগলির সিঙ্গুর কেন্দ্রের অন্তর্গত বড়া হাওয়াখানায়।
তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে ক্ষমতায় এলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেওয়াল লিখনেও তার প্রতিফলন।
১০ এপ্রিল, ভোটগ্রহণের চতুর্থ দফায় সিঙ্গুরে নির্বাচন।
করোনা পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে ছিল, দাবি করা হয়েছে দেওয়াল লিখনে।
রাজ্যের মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যাওয়া নিয়ে তৃণমূল শিবির নিশ্চিত। সেই আত্মবিশ্বাস ফুটে উঠেছে দেওয়ালে রং-তুলির আঁচড়েও।
'খেলা হবে' স্লোগান তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বিতর্কও কম হয়নি। তবে দেওয়াল লিখনে তৃণমূল কংগ্রেস থেকে খেলার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে।
তৃণমূলের 'খেলা হবে'-কে কটাক্ষ করে বিজেপি শিবিরের দাবি, তারা ক্ষমতায় এলে জনগণের 'সেবা হবে'।
অমিত শাহ দাবি করেছেন, দুশো আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। দেওয়ালেও সেই আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।
বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
সিঙ্গুরে মাস্টারমশাইকেই প্রার্থী করেছে বিজেপি।
ভোটের আগে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তাঁদের কটাক্ষ করা হয়েছে দেওয়াল লিখনে।
ক্ষমতায় এলে গ্রামে আর টালির চালের বাড়ি থাকবে না। হবে ছাদ। প্রতিশ্রুতি বিজেপির।
বাংলায় নারী নিরাপত্তার অভাব নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলছেন বিজেপি নেতারা। এই প্রসঙ্গে তৃণমূলকে বিঁধে দেওয়াল লিখেছে বিজেপি।
রাজ্যে ক্ষমতায় আসার ব্যাপারে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।
কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি, কোথাও গ্যাসের সিলিন্ডার, জমজমাট দেওয়াল লিখনে ছবির লড়াই।
প্রচারে পিছিয়ে নেই সংযুক্ত মোর্চাও। বামেদের আবেদন, 'হাল ফেরাতে লাল ফেরাও'।
সাম্প্রদায়িকতার আঁচ সরিয়ে ধর্মনিরপেক্ষ সরকার গড়ার জন্য সওয়াল বামেদের। কর্মসংস্থানের প্রতিশ্রুতিও রয়েছে দেওয়াল লিখনে। ছবি ও তথ্য: সন্দীপ সরকার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -