Amit Shah Photos:‘দিদি শুধু ভাবেন ভাইপোর কল্যাণের কথা’ , অমিত শাহর বক্তব্যের বাছাই সাত
‘মমতা সরকারকে ছুঁড়ে ফেলে দিন। দিদি বলছে কীসের পরিবর্তন যাত্রা! এটা আসলে পিসি-ভাইপোর দুর্নীতি রুখতে পরিবর্তন যাত্রা। কোনও মুখ্যমন্ত্রী বা মন্ত্রীকে বদলাতে এই পরিবর্তন যাত্রার ডাক নয়, বাংলার সমগ্র পরিস্থিতি বদলাতেই এই পরিবর্তন যাত্রা। দিদি শুধু ভাইপোর কল্যাণের কথা ভাবেন আর মোদীজী ভাবেন গরীব মানুষের কল্যাণের কথা’।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘মমতাদিদি একজন বিফল মুখ্যমন্ত্রী। সময় এসেছে তাঁকে বদলে দেওয়ার। আপনারা এমন সরকার বাংলায় বানাবেন না, যারা সারাক্ষণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঝগড়া করে! মোদী’জির হাতে বাংলাকে তুলে দিন। তার পর কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলাকে জুড়ে ‘ডবল ইঞ্জিন’-এ বাংলার উন্নয়ন হবে।...১০ বছর মমতাদিদিকে দিয়েছেন। এবার পাঁচটা বছর মোদীজিকে দিন। কথা দিচ্ছি, পাঁচ বছরের মধ্যে সোনার বাংলা বানিয়ে দেখাব’।
‘এ রাজ্যের কৃষকদের বছরে ৬ হাজার টাকা পাওয়ার অধিকার ছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছেন মমতা। অনেক দেরি হয়েছে। তবে চিন্তা করবেন না। বিজেপি ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পিএম কিসান সম্মান নিধির টাকা বকেয়া সমেত কৃষকদের দেওয়ার সিদ্ধান্ত নেবে’
‘বাংলার ভোট এ বার ঐতিহাসিক হতে চলেছে। মমতাদিদির দাঙ্গাবাজদের সামনে দাঁড়িয়ে আমাদের দলের কর্মীরা লড়বেন এবং জিতবেন। কোই মাই-কা-লাল কা হিম্মত নহি হ্যায় কে ভোট কো প্রভাবিত করেঁ’
‘৭০ বছর ধরে মতুয়া, নমঃশূদ্ররা নাগরিকত্ব পাননি।২০১৮ সালে বলেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপি। ২০১৯ সালে মতুয়া সমাজ বিজেপির ঝুলি ভরে দিয়েছিল। ২০২০ সালে সিএএ নিয়ে এসেছি।করোনার জন্য সিএএ পিছিয়ে গেছে। মমতা বলছেন বিজেপি মিথ্যা কথা বলছে। আমরা যা বলি, তাই করি। করোনায় ভ্যাকসিন পর্ব শেষ হলেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। এপ্রিলের পর মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়’।
‘তৃণমূল, বাম, কংগ্রেস সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে। বলছে নাগরিকত্ব চলে যাবে। সিএএ লাগু করবে বিজেপি, কারও নাগরিকত্ব যাবে না। সিএএ হলে মুসলিমদের নাগরিকত্ব যাবে না’।
‘বিজেপি ক্ষমতায় এলে শুধু অনুপ্রবেশ নয়, পায়রাও ঢুকতে পারবে না।’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -