Panchayat Poll 2023: আক্রান্ত BJP কর্মী-সমর্থকদের পাশে থাকার বার্তা, পাঁচলায় শুভেন্দু, বসিরহাটে সুকান্ত
আমতা, বারুইপুরের পর পাঁচলায় এদিন গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে এদিন কথা বললেন তিনি।
একই দিনে আক্রান্ত কর্মী-সমর্থকদের দেখতে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাসপাতালে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।
এদিন হাওড়া গিয়ে, আক্রান্তদের সঙ্গে কথা বলে, তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। তিনি চলে যাওয়ার পর যে কী হবে, এ নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এদিন উত্তর ২৪ পরগনার বসিরহাটে, গিয়ে সুকান্ত বলেন, 'চুরিতে যদি কেউ নোবেল পেতে পারেন, তা হলে সে মমতা বন্দ্যোপাধ্যায়।'
এরপর যাবতীয় হিংসাকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ি করেন বিজেপি নেতা।
এমনকি রাজ্যপালের পিসরুমে জমা পড়া সাড়ে ৭ হাজার অভিযোগের কোনও সুরাহা হয়নি বলেও অভিযোগ জানিয়েছেন শুভেন্দু।
কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন,'এ নিয়ে আমি আদালতে আবেদন করব'। এখানেই শেষনয়, এদিন দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে একটি গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনেন।
হিংসার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
আক্রান্ত বিজেপি কর্মীর কথা তুলে তিনি বলেন, 'মুচেলিকা দিতে হয়েছে, যতদিন আমরা বাঁচব ততদিন বিজেপি করা যাবে না। এ কী অসভ্য বর্বর দেশে আমরা বসবাস করি ! '
- - - - - - - - - Advertisement - - - - - - - - -