Third Phase Lok Sabha Election 2024:মোদি-শাহ ছাড়াও তৃতীয় দফায় ভোট আর কোন রাজনৈতিক ব্যক্তিত্ব?
আজ তৃতীয় দফার লোকসভা নির্বাচনে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৯৩টি লোকসভা আসনে ভোট। তুমুল নির্বাচনী ব্যস্ততা সামলে নিজেদের কেন্দ্রে যথাসময়ে ভোট দিতে দেখা গেল বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের। তালিকায় ছিলেন অমিত শাহ। মঙ্গলবার, ভোটের কালি আঙুলে মেখে সস্ত্রীক 'পোজ' দিতেও দেখা যায় মোদি-মন্ত্রিসভার সেকেন্ড ইন 'কমান্ড'-কে। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে আবার স্ত্রী রাধাবাই খাড়্গে-কে নিয়ে কর্নাটকে কালবুর্গিতে পৌঁছে গিয়েছিলেন। এবার বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের অন্যতম মুখ হিসেবে তাঁর ব্যস্ততা ছিল তুঙ্গে। তা সামলেই ভোট দেন কংগ্রেস সভাপতি। (ছবি:PTI)
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ভোট দেওয়ার জন্য সময় বের করে নেন। সঙ্গে ছিলেন স্ত্রী-কন্যা। কামরূপের আমিনগাঁও-র একটি বুথে ভোট দিতে দেখা যায় তাঁকে। (ছবি:PTI)
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকেও সময়মতো ভোট দিয়ে আসতে দেখা যায় মঙ্গলবার। 'করড' আসনের একটি বুথে সস্ত্রীক ভোটদান করেন 'মামা।' (ছবি:PTI)
তৃতীয় দফার ভোটে কর্নাটকের শিমোগায় ভোট দিতে আসেন প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক, বি ওয়াই বিজয়েন্দ্র। (ছবি:PTI)
মধ্যপ্রদেশের ভোপালেও ভোটগ্রহণ ছিল তৃতীয় দফায়। সেখানে সস্ত্রীক ভোট দিতে আসতে দেখা যায় প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে।(ছবি:PTI)
বয়স ছাপ ফেললেও তিনি যে এখনও মহারাষ্ট্রের রাজনীতির ধরন-ধারণ অনেকটাই হাতের তালুর মতো বোঝেন, সেটি বার বার স্পষ্ট করে দিয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। মঙ্গলবার, বারামতীর একটি বুথে ভোট দিতে আসেন তিনি। (ছবি:PTI)
রাজনৈতিক সমীকরণ পাল্টে এখন তিনি মহারাষ্ট্রের শাসক জোটের অংশ, রাজ্যের উপমুখ্যমন্ত্রীও বটে। কাকার মতো এদিন তাঁকে অর্থাৎ অজিত পাওয়ারকেও বারামতীর একটি বুথে ভোট দিতে আসতে দেখা যায়। (ছবি:PTI)
ভোট দিতে আসেন সুপ্রিয়া সুলেও। বারামতী কেন্দ্র থেকেই 'মহা বিকাশ আগাড়ি' জোটের প্রার্থী তিনি। সপরিবার ভোটও দেন আজ। (ছবি:PTI)
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হাভেরি থেকে বিজেপির প্রার্থী বাসবরাজ বোম্মাইকেও ভোট দিতে দেখা যায় এদিন। পরে সপরিবার হাসিমুখে 'পোজ'-ও দেন। (ছবি:PTI)
হুব্বালি থেকে মঙ্গলবার ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। এছাড়াও রাজনৈতিক বিশিষ্ট যাঁরা এদিন ভোট দেন, তাঁদের মধ্যে ছিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই, বিজেপি নেতা জগদীশ সেট্টর-সহ অনেকে। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -