Horror Movies And Series: হরর ঘরানার ফ্যান? নেটফ্লিক্সের এই ১০ সিরিজ ও সিনেমা দেখেছেন?
'দ্য কনফারেন্স': এই সাইকোলজিক্যাল হরর ঘরানার সিনেমা একদল সহকর্মীর গল্প বলে। যারা একটি বিচ্ছিন্ন হোটেলে কর্পোরেট রিট্রিটের জন্য যায়। সেখানে গিয়ে নানা আজব ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় তারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'ব্লাডরাইড': নরওয়ের অ্যান্থলজি সিরিজ এটি। একগুচ্ছ গায়ে কাঁটা ধরানো স্ক্যান্ডিনেভিয়ান লোকগল্পের সমাহার। প্রত্যেক পর্বে একেকটি সাংঘাতিক গল্প মেলে।
'দ্য ইনফ্লুয়েন্স': সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমা এক পরিবারের গল্প বলে যারা এক রহস্যময় মেয়েকে দত্তক নেওয়ার পর নানাবিধ আজব ঘটনা ঘটতে থাকে।
'দ্য মিস্ট': স্টিফেন কিংয়ের উপন্যাস সমগ্রের ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমা। গ্রসারি স্টোরি ধোঁয়াশা ঢেকে যাওয়া আজব প্রাণীদের সঙ্গে আটকে যাওয়ার গল্প বলে।
'পোজেশন অফ হ্যানা গ্রেস': সাইকোলজিক্যাল হরর ঘরানার সিনেমা যার কেন্দ্রে এক অল্প বয়সী exorcist রয়েছেন। এক যুবতীর ওপর দানবীয় ভরের তদন্ত করতে পাঠানো হয়।
'ওল্ড পিপল': নরওয়ের সিরিজ যা এক দল বন্ধুর ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে তৈরি। রহস্যময় এক স্থানে তাঁরা আটকে পড়েন। যেখানে নেই কারেন্ট এবং শুরু হয় আজব ঘটনা।
'মারিয়ান': ফ্রেঞ্চ সিরিজ যা সফল এক হরর ঔপন্যাসিককে কেন্দ্র করে তৈরি যিনি নিজের শহরে ফিরে আসেন তাঁর অতীতের প্রেতাত্মাদের মুখোমুখি হতে।
'মিররস': আমেরিকান সিরিজ যা ২০০৮ সালে তৈরি একই নামের একটি সিনেমার রিমেক। এক গোয়েন্দাকে কেন্দ্র করে তৈরি। একাধিক আজব মৃত্যুর তদন্ত করেন তিনি।
'দ্য অ্যানসেস্ট্রাল': স্প্যানিশ সিরিজ। এক পরিবার যারা ঐতিহাসিক এক অট্টালিকায় থাকতে শুরু করে এবং ধীরে ধীরে বুঝতে পারে যে সেই বাড়িটা ভূতুড়ে।
'বেতাল': এক বৃদ্ধ ব্রিটিশ আর্মি কমান্ডার যিনি জম্বি হয়ে নিজের জীবদ্দশায় ফিরে আসেন। ভারতীয় হরর সিরিজ এটি। আধুনিক জীবন ও পুরাতনের লড়াই দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -