প্রথম দেখাতেই ভাললাগা, কীভাবে যাত্রা শুরু করেছিলেন আমির-কিরণ?
শুরুটা হয়েছিল ১৫ বছর আগে। ৯ বছরের ছোট কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। যে যাত্রাপথের অবসান হলো আজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সকালে তারকা দম্পতি যৌথভাবে জানিয়ে দেন পাকাপাকিভাবে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা।
যৌথ বিবৃতিতে তাঁরা লিখেছেন, “গত ১৫ বছর সুন্দরভাবে কাটিয়েছে। বিবাহিত জীবন ছিল আনন্দময়। এবার জীবনের নতুন অধ্যায় শুরু।“
তাঁরা আরও জানিয়েছেন, “আমাদের সম্পর্কে আছে আস্থা, ভালবাসা, সম্মান। স্বামী-স্ত্রী হিসেবে নয়, বাবা-মা এবং পরিবার হিসেবে সব সময় থাকব।“
১৫ বছরের এই সম্পর্কের শুরুটা হয়েছিল কীভাবে? ৯ বছরের ছোট কিরণকে কেন ভাল লেগেছিল আমিরের?
২০০১ সালের ব্লকবাস্টার ছবি ছিল লগান। সেই সিনেমার সেটেই প্রথম কিরণের সঙ্গে সাক্ষাৎ আমিরের। কিরণ রাও ছিলেন সহকারী পরিচালক।
এরপর প্রায় ২ বছর সম্পর্কে ছিলেন তাঁরা। ছিলেন লিভ ইন সম্পর্কেই। ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়। ২০১১-র ডিসেম্বরে সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তান আজাদ রাও খানের জন্ম।
কিরণের আগে আমার বিয়ে করেন রিনা দত্তকে। ভিন ধর্মের হওয়ায় দুই পরিবারের এই বিয়েতে মত ছিল না। পরিবারের বিরুদ্ধে গিয়েই বিয়ে করেন তাঁরা।
রিনা এবং আমিরের দুই সন্তান। জুনেইদ এবং ইরা। ২০০২ সালে আমিরের সঙ্গে রিনার বিবাহ বিচ্ছেদ হয়। এরপরই কিরণকে বিয়ে করেন আমির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -