In Pics: ছোটপর্দার হাত ধরে শুরু, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পাকাপাকি স্থান অর্জন, 'অচেনা' হংসিকা
টেলিভিশনের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন হংসিকা। 'দেশ মে নিকলা হোগা চাঁদ' ধারাবাহিকে তাঁর ডেবিউ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদিও হংসিকা বেশি জনপ্রিয়তা পান 'শাকা লাকা বুম বুম' ধারাবাহিকে অভিনয়ের পর। সেখানে তাঁর চরিত্রের নাম ছিল করুণা।
এরপর তিনি শিশুশিল্পী হিসেবে হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। হৃত্বিক রোশন ও প্রীতি জিন্টা অভিনীত 'কোই মিল গয়া' ছবিতে ছিলেন হংসিকা।
এরপর তাঁকে 'হাওয়া', 'আবরা কা ডাবরা', 'জাগো' বা 'হম কৌন হ্যায়?'-র মতো ছবিতে অভিনয় করতে দেখা যায়। পান খ্যাতিও।
সংক্ষিপ্ত বিরতির পর ২০০৭ সালে ১৫ বছর বয়সে দক্ষিণী সিনেমার জগতে পা রাখেন হংসিকা। প্রথম ছবি 'দেশমুদুরু'।
পুরী জগন্নাদ পরিচালিত এই তেলুগু রোম্যান্টিক ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন তিনি। এটিই তাঁর প্রথম দক্ষিণী ছবি।
সেই একই সময়ে নায়িকা হিসেবে বলিউডেও ডেবিউ করেন হংসিকা। গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে 'আপ কা সুরুর' ছবিতে অভিনয় করেন তিনি। 'বেস্ট ডেবিউ অ্যাওয়ার্ড' পান এই জুটি।
এরপর দক্ষিণী ছবিতেই পাকাপাকিভাবে কাজ করতে শুরু করেন তিনি। ২০০৮ সালে শেষ হিন্দি ছবিতে কাজ। ছবির নাম 'মানি হ্যায় তো হানি হ্যায়'।
কর্মজীবন ছাড়াও তাঁর ব্যক্তিগত জীবনও উঠে আসে আলোচনায়। গত বছর তাঁর দীর্ঘদিনের প্রেমিক সোহেল খাটুরিয়াকে বিয়ে করেন। ৪ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন তাঁরা।
তাঁর বিয়ের গোটা সফর তথ্যচিত্র আকারে ডিজনি প্লাস হটস্টারে দেখানো হয়। অনুষ্ঠানের নাম 'হংসিকাজ লভ শাদি ড্রামা'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -