Pavitra Poonia Birthday: পবিত্রকে সবার সামনেই চুমু, গার্লফ্রেন্ডকে তাঁর জন্মদিনে কী সারপ্রাইজ দিলেন ইজাজ ?
‘বিগ বস ১৪’ খ্যাত জুটি পবিত্র পুনিয়া এবং ইজাজ খান গোটা দেশেই এখন দারুণ জনপ্রিয় ৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার ২২ এপ্রিল নিজের ৩৪ তম জন্মদিন বয়ফ্রেন্ড ইজাজের সঙ্গেই কাটালেন পবিত্র পুনিয়া ৷
স্পেশাল দিনে স্পেশাল মানুষটির সঙ্গে সেলিব্রেট করতে কারই না ভাল লাগে ৷ বয়ফ্রেন্ড ইজাজকে নিয়েই নিজের জন্মদিন সেলিব্রেট করেন পবিত্র ৷
গার্লফ্রেন্ডকে জন্মদিনে সারপ্রাইজ দিতেও ভোলেননি ইজাজ ৷ পবিত্রর বাড়িতে তাঁকে না জানিয়েই পৌঁছে গিয়েছিলেন ৷ দেন জন্মদিনের বিশেষ উপহারও ৷ মুম্বইতে এখন কোভিডের কারণে কার্ফু চলায় বাড়ির মধ্যেই দু’জনে জন্মদিন সেলিব্রেট করেন ৷
পবিত্রকে সুন্দর একটি হাত ঘড়ি উপহার দেওয়ার পাশাপাশি তাঁকে সবার সামনেই চুমু খান ইজাজ ৷ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পর দু’জনকে বিনা মাস্কে দেখে অবশ্য অনেকেই প্রশ্ন তুলছেন ৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -