লাল পাড় সাদা শাড়িতে বাংলা গানে নাচ, গোয়া ফিল্ম ফেস্টিভালে নজর কাড়লেন ঋতাভরী
তিনি বাংলা ছবির জনপ্রিয় নায়িকা, সুবক্তা আবার সুন্দরীও। তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তিনি ঋতাভরী চক্রবর্তী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্য মুক্তি পেয়েছে ঋতাভরীর নতুন ছবি 'এফআইআর'। এই ছবিতে প্রশংসিত হয়েছিল ঋতাভরীর অভিনয়। কয়েকদিন আগেই গোয়ায় উড়ে গিয়েছিলেন ঋতাভরী, তবে জানাননি কারণ।
আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন ঋতাভরী। সেখানে তিনি জানান, গোয়া ফিল্ম ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করতে গিয়েছিলেন তিনি।
লাল পাড় সাদা শাড়ি পরে বাংলা গানের সঙ্গে মঞ্চ মাতান ঋতাভরী। এই অনুষ্ঠানে বাংলার প্রতিনিধিত্ব করেছেন তিনিই।
লাল পাড় সাদা শাড়িতে বাংলা গানে পারফর্ম করলেন ঋতাভরী। সেই অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বাংলা গানে পারফর্ম করে তিনি দর্শকদের বার্তা দিতে চেয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছে এই মঞ্চের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি গর্বিত।
কেবল ঋতাভরী নয়, এই মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। সলমল খআনের একটি অনুষ্ঠানের ছবি ভাগ করে নেন ঋতাভরী।
অনুষ্ঠানে অংশগ্রহন করেন রণবীর সিংহও। নিজস্ব স্টাইল স্টেটমেন্টে বাইকে করে মঞ্চে উপস্থিত গন তিনি।
মঞ্চে নৃত্য পরিবেশন করেন শ্রদ্ধা কপূরও, তবে সবার পোশাকেই ছিল আধুনিকতার ছোঁয়া।
গোয়ার এই অনুষ্ঠানে একসঙ্গে নাচ করেন জেনেলিয়া ডি'সুজা ও রিতেশ দেশমুখ। লাল ঘাগরায় জেনেলিয়াকে দারুণ মানিয়েছিল
এদিন মঞ্চে অনুষ্ঠান করেন আরেক বাঙালি কন্যা, মৌনি রায়। তবে বাংলা গান নয়, তিনি বেছে নিয়েছিলেন ডান্ডিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -