Adipurush: 'আদিপুরুষ'-এর ট্রেলার লঞ্চে কৃতির পারিশ্রমিকের সমান খরচ করেছেন নির্মাতারা!
১৬ তারিখ মুক্তি পাচ্ছে প্রভাস (Prabhas), কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনীত নতুন ছবি আদিপুরুষ (Adipurush)। আর সেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্য বিশাল আয়োজন করেছিলেন ছবির নির্মাতারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিরুপতি মন্দিরে এদিন পুজো দেন প্রভাস ও টিম 'আদিপুরুষ'। আর সেখানেই এক অনুরাগীর প্রশ্নের উত্তরে প্রভাস বলেন, তিনি বিয়ে করলে তিরুপতি মন্দিরের মতো কোনও ধর্মীয় স্থানেই করবেন।
যে কোনও অনুষ্ঠানের আগেই তিরুপতি মন্দিরে পুজো দেন প্রভাস। ১৬ তারিখ মুক্তি পাচ্ছে 'আদিপুরুষ'। তার আগেও অন্যথা হয়নি এই নিয়মের। এদিনও তিরুপতি মন্দিরে পুজো দেন প্রভাস।
সাদা শেরওয়ানি ও পাজামায় সেজেছিলেন প্রভাস। অন্যদিকে কৃতি পরেছিলেন কালো শাড়ি। শোনা যাচ্ছে, এই মন্দির যাত্রা আর ট্রেলার লঞ্চ অনুষ্ঠান মিলিয়ে অনুষ্ঠানের নির্মাতারা যে টাকা খরচ করেছেন, তা প্রায় কৃতির পারিশ্রমিকের সমান!
সূত্রের খবর, 'এই ছবিতে অভিনয়ের জন্যএদ ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন কৃতি। আর তিরুপতি মন্দিরে পুজো, প্রচুর বাজির আয়োজন ও অনুরাগীদের জন্য ব্যবস্থা করা, সব মিলিয়ে একটি অনুষ্ঠানে খরচ হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। কেবলমাত্র বাজিই নাকি আনা হয়েছিল ৫০ লাখ টাকার!
শুধু তিরুপতি নয়, দিল্লিতেও দশোহরার উৎসবে সামিল হয়েছিলেন প্রভাস। সেখানে তিনি তিরও ছোঁড়েন, পালন করেন অন্যান্য রীতিও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখেও মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।
এদিন প্রচুর অনুরাগীও আসেন প্রভাসকে দেখতে। সেখানেই এক অনুরাগীর প্রশ্নের উত্তরে প্রভাস বলেন, তিনি তিরুপতিতেই বিয়ে করবে।
তাহলে কী বিয়ের দিনক্ষণও পাকা হয়ে গিয়েছে অভিনেতার? পাত্রী হিসেবে দেখা যাবে কাকে? সেই প্রশ্নের উত্তরে অবশ্য মুখে কুলুপ প্রভাসের।
প্রসঙ্গত, একটি অনুষ্ঠানে এসে প্রভাসের সম্পর্কে কথা বলতে গিয়ে অকপটে নিজের মনের কথা বলেন কৃতি। সেখানে তিনি বলেন, 'আপনারা অনেকেই মনে করেন, প্রভাস ভীষণ শান্ত, কম কথা বলে।'
কৃতি আরও বলেছেন, 'আসলে প্রভাস যখন সাবলীল হয়ে যায়, কখন ভীষণ কথা বলে। ও একজন ভীষণ ভাল মনের, খাদ্যরসিক মানুষ। প্রভাসের চোখে একটা ভীষণ সারল্য রয়েছে। আমি ভাবতেই পারি না প্রভাস ছাড়া অন্য কেউ রাঘবের চরিত্রে অভিনয় করবে। '
- - - - - - - - - Advertisement - - - - - - - - -