IN PICS: ভূমি পেডনেকরের বোনের জন্মদিনে চাঁদের হাট
অভিনেত্রী ভূমি পেডনেকর উদযাপন করলেন বোন সমীক্ষা পেডনেকরের জন্মদিন। সেখানে বসেছিল চাঁদের হাট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ে শনিবারের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন বলিউডের একাধিক তারকা কন্যা ও পুত্র। প্রকাশ্যে এল ছবি।
কাজল ও অজয় দেবগণের মেয়ে নায়সা দেবগণকে দেখা গেল এদিন। গেরুয়া টপ ও ডেনিমে দেখা গেল তাঁকে।
এদিনের পার্টিতে দেখা গেল শাহরুখ খান ও গৌরী খানের ছেলে আরিয়ান খানকেও।
অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁদের বন্ধু অরহান অট্রামানি ওরফে ওরি।
ভূমির বোন সমীক্ষা পেশায় উদ্যোগপতী। তাঁর জন্মদিনের পার্টির বাইরে দাঁড়িয়ে পোজ দেন সকলে পাপারাৎজিদের জন্য।
ভূমিকে দেখা গেল 'অফ শোল্ডার' ন্যুড রঙের টপ ও প্যান্টে।
বার্থডে গার্লকে দেখা গেল কালো ক্রপ টপ ও কালো প্যান্টে। গলায় সুন্দর নেকপিসও।
নায়সা, আরিয়ানকে প্রায়ই ভূমির সঙ্গে একাধিক পার্টিতে দেখতে পাওয়া যায়।
তাঁদের সঙ্গে ভাল বন্ধুত্ব রয়েছে জাহ্নবী কপূর, সারা আলি খান, মাহিকা রামপালেরও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -