Alia Bhatt: বলিউড কাঁপিয়ে এবার হলিউডে পাড়ি, এক ঝলকে 'গঙ্গুবাঈ' আলিয়ার কেরিয়ারগ্রাফ
আলিয়া ভট্ট। সম্প্রতি তিনি বলিউড কাঁপাচ্ছেন তাঁর শেষ ছবি 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' দিয়ে। ২৮ বছরের এই অভিনেত্রী প্রায় সকল সিনেপ্রেমীর মনেই জায়গা করে নিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু তাই নয়। আন্তর্জাতিক নারী দিবসে শোনা গেল আরও বড় খবর। এবার হলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী। নেটফ্লিক্সের স্পাই থ্রিলার 'হার্ট অফ স্টোন'-এ দেখা যাবে তাঁকে।
নারী দিবসে জুহুর এক প্রেক্ষাগৃহে তাঁর সর্বশেষ ছবি 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র বিশেষ স্ক্রিনিংও হয়। উপস্থিত ছিলেন স্বয়ং অভিনেত্রী। সকলের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুললেন।
আলিয়া ভট্ট ১৫ মার্চ ১৯৯৩ সালে জন্মেছেন। মহেশ ভট্ট ও সোনি রাজদানের কন্যা তিনি। মাত্র ২৮ বছর বয়সেই চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ভরেছেন ঝুলিতে।
অনেকেই যেটা জানেন না, ১৯৯৯ সালে শিশু শিল্পী হিসেবে প্রথম ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করেন আলিয়া। থ্রিলার ছবি 'সংঘর্ষ'-এ দেখা যায় তাঁকে। এরপর ২০১২ সালে কর্ণ জোহরের হাত ধরে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে শুরু।
প্রথম ছবিতে বিশেষ নজর কাড়তে না পারলেও হাল ছাড়েননি অভিনেত্রী। এরপর নানা ধরনের বিভিন্ন কাজ করতে থাকেন আলিয়া।
২০১৪ সালে মুক্তি পায় 'টু স্টেটস', 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া', 'হাইওয়ে'। এই সমস্ত ছবি তাঁর কেরিয়ার গ্রাফকে ঊর্ধ্বমুখী করে তোলে।
তাঁর আরও নজরকাড়া ছবির অন্যতম ২০১৬ সালের 'কপূর অ্যান্ড সনস', 'উড়তা পঞ্জাব', 'ডিয়ার জিন্দেগী'। এই সমস্ত ছবির জন্য তিনি একাধিক পুরস্কারও পান।
২০১৮ সালে 'রাজি' ও ২০১৯ সালের 'গালি বয়' তাঁকে সাফল্য ও খ্যাতির অন্য সীমায় নিয়ে চলে যায়। বয়স কম হলেও বলিষ্ঠ চরিত্রে তিনি ভীষণই সাবলীল।
এরপর ধীরে ধীরে হিন্দি ছবির গণ্ডি পেরিয়ে দক্ষিণেও পাড়ি দেন। মুক্তির অপেক্ষায় দক্ষিণী তারকা পরিচালক এস এস রাজামৌলির 'আর আর আর'। এছাড়া 'ব্রহ্মাস্ত্র', 'রকি অউর রানি কি প্রেম কাহানি' রয়েছে মুক্তির অপেক্ষায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -