Alia Bhatt: রসগোল্লার চেয়েও পছন্দ, কলকাতা এলে সন্দেশ খাওয়া 'মিস' করেন না আলিয়া
সামনেই মুক্তি পাবে তাঁর ছবি 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি', দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ছবির প্রচার সেরেছেন তিনি। আর প্রচারে সামঞ্জস্য রেখে সবসময়েই সাদা রঙের পোশাক পড়তে দেখা গেল আলিয়া ভট্টকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন আলিয়া। বঙ্গভূমিতে এসেও প্রচারের জন্য সাদা জামদানি বেছেছিলেন তিনি।
প্রচারে এসে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে আলিয়া জানান, কলকাতার সবকিছুই তাঁর খুব ভালো লাগে। এখানকার মানুষদের শিক্ষা-সংস্কৃতি সবই তাঁর খুব প্রিয়।
আলিয়া আরও জানান, তাঁর সবচেয়ে প্রিয় কলকাতার সন্দেশ। রসগোল্লাও খেতে ভালোবাসেন তিনি। তবে কলকাতা এলে সন্দেশ তাঁর চাইই চাই।
প্রসঙ্গত, 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'-র প্রচারে কলকাতায় এসে ডায়েট ভুলে জলভরা সন্দেশে কামড় বসিয়েছেন আলিয়া।
এবিপি আনন্দের প্রশ্নের উত্তরে আলিয়া জানান, নতুন ছবি 'রকি ওউর রানি কী প্রেম কাহানি' তে টোটা রায়চৌধুরী ও চূর্ণি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন তিনি।
আলিয়া আরও জানান, ছবির প্রযোজনে কখনও বাংলা বলার দরকার হলে তাঁকে প্রয়োজন মত শিখিয়ে দিচ্ছেন টোটা বা চূর্ণি।
মুক্তি পাওয়ার আগে থেকেই নানা বিতর্ক তৈরি হচ্ছে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-কে (Gangubai Kathiawadi) কেন্দ্র করে। কখনও নাম না করে এই ছবিকে আক্রমণ করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নাম না করে আলিয়া ভট্ট ও মহেশ ভট্টকে বেনজির আক্রমণ করেন তিনি। আবার কখনও ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হন 'গাঙ্গুবাঈ'-এর ছেলে বাবুজি রাওজি শাহ। কিন্তু এবার 'কাঠিয়াওয়াড়ি' সম্প্রদায়ের মানুষের মানহানি করা হয়েছে বলে বম্বে হাইকোর্টে ছবির নাম পরিবর্তনের আর্জি নিয়ে দ্বারস্থ হয়েছেন এক কংগ্রেস নেতা। ছবি মুক্তির আগেই এত বিতর্ক প্রসঙ্গে কী বলছেন পর্দার 'গাঙ্গুবাঈ' আলিয়া ভট্ট (Alia Bhatt)?
সম্প্রতি এক সাক্ষাৎকারে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিকে ঘিরে ওটা নানা বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন আলিয়া ভট্ট। তিনি বলেন, 'কোনও প্রকার বিতর্কই আমাকে বিব্রত করতে পারে না। এমন সমস্ত ঘটনা ঘটেই থাকে। এগুলো খুবই স্বাভাবিক। ছবি ভালো হোক কিংবা খারাপ, কিছু মানুষ বিতর্কিত মন্তব্য করতে পছন্দ করে। আবার কিছু মানুষ এসব নিয়ে আইনি জটিলতা তৈরি করতে ভালোবাসে। এগুলো ছবিকে আরও মানুষের কৌতুহলের দরজায় পৌঁছে দেয়। এগুলো কোনও ব্যাপার নয়।'
আলিয়া ভট্ট আরও বলেন, 'ছবি ভালো নাকি খারাপ, সে সিদ্ধান্ত তো দর্শক নেবেন। আগে তাঁরা ছবিটা দেখুন, তা দেখার পর তো দর্শক নিজেদের মতামত জানাতে পারবেন। কোনও কিছুই ছবির ভাগ্য বদলে দিতে পারে না। দর্শকেরাই আমাদের কাছে সব। তাঁদের সিদ্ধান্তই সবথেকে গুরুত্বপূর্ণ।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -