Alia Bhatt: অভিনয়ের পাশাপাশি একাধিক বিষয়ে প্রশিক্ষণ, আলিয়া ভট্ট আক্রান্ত গুরুতর রোগেও!
তিনি যে অভিনয় পারেন, এই কথা কারও অজানা নয়, তবে জানেন কী, আর কী কী পারেন আলিয়া ভট্ট (Alia Bhatt)? আর কী কী গুণ রয়েছে তাঁর? জেনে নিন এক ঝলকে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলিয়া ভট্ট একজন প্রশিক্ষিত কত্থক শিল্পী। 'কলঙ্ক' ছবির জন্য কত্থক নাচ শিখেছিলেন তিনি। এই ছবির গান 'ঘর মোহে পরদেশিয়া' য় কত্থক নাচ করতেও দেখা গিয়েছিল তাঁকে।
অভিনয়ের পাশাপাশি ভীষণ বই পড়তে ভালবাসেন আলিয়া। যে কোনও যাত্রাপথে বই পড়তে ভীষণ ভালবাসেন আলিয়া। পছন্দ করেন জার্নাল জমাতেও।
আলিয়ার একটি গুরুতর রোগ রয়েছে। তার নাম hyperactivity disorder। এটি মূলত অ্যাটেনশন ডেফিশিয়েন্সি।
অভিনয়ের পাশাপাশি সুন্দর গান গান আলিয়া। হাম্পটি শর্মা কি দুলহানিয়া থেকে শুরু করে হাই ওয়ে, এই ছবিগুলিতে গানও গেয়েছেন আলিয়া।
আলিয়ার ব্রিটিশ সিটিজেনশিপ রয়েছে। ভারতীয় নাগরিকত্ব বা পাসপোর্ট, কোনোটাই নেই তাঁর।
অভিনয়ের পাশাপাশি আলিয়া একটি পোশাকের বিপণী সংস্থার মালকিন। তাঁর সংস্থায় কেবলমাত্র শিশুদের পোশাক পাওয়া যায়।
আলিয়া ফিটনেস ফ্রিক। ডায়েটে স্ন্যাক্সের মধ্যে তিনি পছন্দ করেন মখানা খেতে।
আলিয়ার প্রিয় একটি বিশেষ ধরণের মিল্ক কেক। আলিয়ার জন্মদিনে সেই কেক অন্য দেশ থেকে উড়িয়ে এনে আলিয়াকে উপহার দিয়েছিলেন রণবীর।
সকাল সকাল উঠতে পছন্দ করেন আলিয়া। দেরী পর্যন্ত বিছানায় থাকা আলিয়ার একেবারেই পছন্দ নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -