Alia Ranbir at Kolkata: হলুদ ট্যাক্সি দিয়ে আঁকা হল ভালবাসার বার্তা, বাঙালি 'বাবা-মা'-র সঙ্গে কলকাতায় রণবীর-আলিয়া
পর্দায় তো এই ছবিতে তিনি বাংলার মেয়ে। আর ছবির প্রচারের সময় বাংলাকে ছুঁয়ে যাবেন না, তাও কি হয়! কলকাতায় আসবেন বলে আগের দিন রাতে নাকি রীতিমতো বাংলা অনুশীলন করেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর পর্দার বাবা-মাও বাঙালি! আর তাই... তিলোত্তমায় পা রেখে, আলিয়া ভট্ট (Alia Bhatt) আজ কলকাতার 'রানি'।
আজ কর্ণ জোহরের (Karan Johar) নতুন ছবি 'রকি অউর রানি কী প্রেম কাহানি' (Rocky our Rani Ki Prem Kahini)-র প্রচারে কলকাতায় এসেছিলেন রণবীর সিংহ (Ranbir Singh) ও আলিয়া ভট্ট।
এদিন আলিয়া ও রণবীরকে স্বাগত জানানোর জন্য হলুদ ট্যাক্সি দিয়ে বানানো হয়েছিল হৃদয়ের চিহ্ন। তার মধ্যে লেখা হয়েছিল, কলকাতায় স্বাগত রকি আর রানি। এই সাজানোর মধ্যে দাঁড়িয়ে ছবি তোলেন রণবীর ও আলিয়া।
আজ কলকাতায় এসে আলিয়ার মুখে শোনা গেল বাংলা। রণবীরের সঙ্গে পর্দার বঙ্গকন্যা পা মেলালেন 'হোয়াট ঝুমকা' (What Jhumka)-র তালেও।
কলকাতায় এসে আইকনিক হলুদ ট্যাক্সির সামনে ফটোশ্যুটও সারেন আলিয়া-রণবীর। এই ছবির ট্রেলারে আলিয়ার কন্ঠে শোনা গিয়েছিল 'খেলা হবে' কথাটি।
তবে সেন্সর বোর্ড এই ছবির কিছু সংলাপে কাটছাঁট করেছে। প্রশ্ন উঠেছিল, 'খেলা হবে' সংলাপ ছবি থেকে বাদ গিয়েছে কি না। এদিন আলিয়া কলকাতায় এসে সে বিষয়ে খোলসা করে কিছু বললেন না। তিনি জানালেন, ছবির কিছু সংলাপ কাটছাঁট করা হলেও তাতে মূল বিষয়ে প্রভাব পড়বে না।
এদিন আলিয়া পরেছিলেন গোলাপি ও লালের মিশেলে শিফন শাড়ি। সাদা শার্ট ও কালো স্ট্রাইপ প্যান্ট পরেছিলেন রণবীর।
বাঙালি পোশাকে হাজির ছিলেন টোটা ও চূর্ণীও। তাঁরা ভাগ করে নেন বলিউড শিল্পীদের সঙ্গে তাঁদের কাজের অভিজ্ঞতার কথা।
। টোটা এই ছবিতে তাঁর কেরিয়ারের অন্যতম সেরা কাজ বলেন। চূর্ণীর কন্ঠেও শোনা গেল আলিয়া ও রণবীরের প্রশংসা। এই ছবি এবার বক্সঅফিসে কতটা সাফল্য দেবে তার উত্তর দেবে সময়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -