Bollywodo Gossip: দু’জনের সম্পর্কের গুঞ্জনে উত্তাল হয় বলিউড, কিন্তু বিখ্যাত হয়ে পাল্টে যান নায়িকা!
মায়ানগরীতে সম্পর্কের ভাঙাগড়া লেগেই থাকে। কিন্তু নবাগত অভিনেত্রীর সঙ্গী বিখ্যাত কোরিওগ্রাফারের বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘিরে এক সময় উত্তাল হয়েছিল বলিউড। তার পর বহু জল বয়ে গিয়েছে আরব সাগর দিয়ে। পরস্পরের মুখোমুখি হওয়া তো দূর, পেশাদার সম্পর্কও এড়িয়ে চলেন দু’জনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৪ সালে মুক্তি পায় সলমন খান অভিনীত ‘জয় হো’। তাতে সলমনের বিপরীতে ছিলে বলিউডে নায়িকা হিসেবে হাতেখড়ি হয় ডেইজি শাহের। তবে ছবি নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে বেশি নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।
এক সময় বলিউডের প্রথম সারির কোরিওগ্রাফার হিসেবে জায়গা দখল করেছিলেন গণেশ আচার্য। নব্বইয়ে র দশকে একের পর এক ছবির হিট গানে তাঁকেই ভরসা করতেন পরিচালকরা। তার পরেও একাধিক ছবিতে তাবড় তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
গণেশের নাচের দলেই কাজ করতে ডেইজি। সলমনের ‘তেরে নাম’ ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেই দেখা গিয়েছে তাঁকে। দলের সেরা শিল্পী বলেও সেই সময় ডেইজিকে প্রাধান্য দিতেন গণেশ।
পরবর্তী কালে গণেশের সহকারী হিসেবে কাজ করতে শুরু করেন ডেইজি। সেই সময়ই তাঁর সঙ্গে বিবাহিত গণেশ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে শোনা যায়। ডেইজির জন্য গণেশের বিবাহিত জীবন ভাঙতে চলেছে বলে খবর ছড়ায় সেই সময়।
শোনা যায় মুম্বই শহরে থাকার জন্য ডেইজিকে বিলাসবহুল একটি ফ্ল্যাটও উপহার দেন গণেশ। একই সঙ্গে দামি গাড়ি। এমনকি ডেইজিকে সলমনের নায়িকা করতেও গণেশই সুপারিশ করেছিলেন বলে শোনা যায়।
কিন্তু সলমনের নায়িকা হওয়ার পর থেকেই ডেইজি তাঁকে উপেক্ষা করতে শুরু করেন বলে অভিযোগ। গণেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলা তো দূর, তাঁর নাচের দল থেকে সরে আসার পাশাপাশি, পেশাগত ভাবেও গণেশের সহ্গে দূরত্ব বজায় রেখে চলতে শুরু করেন ডেইজি।
ডেইজি-র সঙ্গে সম্পর্কের কথা যদিও অস্বীকার করেন গণেশ। জানান, দলের ছেলেমেয়েরাও এ নিয়ে তাঁর সঙ্গে মজা করে থাকেন। তবে সলমনের নায়িকা হওয়ার পর ডেইজি যে আর তাঁর সঙ্গে যোগাযোগ রাখেননি, সে কথা স্বীকার করে নেন তিনি।
পরবর্তী কালে ‘মি টু’ কাণ্ডে গণেশের নাম উঠে আসার পরও এ নিয়ে কোনও মন্তব্য করেননি ডেইজি। গণেশও তা নিয়ে কোনও আক্ষেপ পুষে রাখেননি। তিনি জানান, সলমন তাঁর কথা রেখেছিলেন।নিজে ফোন করে ডেইজিকে নায়িকা করার কথা জানিয়েছিলেন তাঁকে। তবে ডেইজি অনেক দূর পৌঁছতে চায়। ওর জন্য আমি খুশি।
ডেইজি পর্ব কাটিয়ে স্ত্রী বিধিকে নিয়ে এই মুহূর্তে সংসার গণেশের। তাঁদের দীর্ঘ দিনের প্রেম পরিণতি পায় ২০০০ সালে, তাঁদের এক কন্যা সৌন্দর্যও নৃত্যশিল্পী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -