Sonakshi-Zaheer Wedding: শুধু সোনাক্ষী-জাহির নয়, আইনি বিয়ে সারেন বলিউডের এই তারকারাও...
বিনোদন জগতের নক্ষত্র বলে কথা। তারকাদের বিয়ে নিয়ে হইচই হওয়াই কাম্য। জমকালো আয়োজন, গন্যমান্যদের হাজিরা চোখে পড়ে চাঁদের বিয়েতে। সেই নিয়ে মুখরিত থাকে চারিদিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বেশিই রক্ষণশীল হন কিছু তারকা। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখাই পছন্দ তাঁদের। বিয়েতে কোটি কোটি টাকা খরচ করাও না পসন্দ তাঁদের। তাই ধুমধাম করে নয়, রেজিস্ট্রি বা কোর্ড ম্যারেজের পথেই হাঁটেন তাঁরা।
সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালও রেজিস্ট্রি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বলিউডের আর কে কোর্ট ম্যারেজ এবং রেজিস্ট্রির পথে হেঁটেছেন জেনে নিন।
কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীনই 'নবাব' সইফ আলি খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিনা কপূর। জমকালো আয়োজন নয়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর আইনি মতে বিয়ে সারেন করিনা এবং সইফ। পরে বন্ধুবান্ধবদের জন্য ছিল রিসেপশন।
রাজনীতি থেকে সমাজজীবন, এমনিতে খোলামেলা হলেও, ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছিলেন স্বরা ভাস্কর। ২০২৩ সালের ৬ জানুয়ারি রাজনীতিক ফারহাদ আহমেদকে বিশেষ বিবাহ আইনে স্বামী হিসেবে গ্রহণ করেন তিনি।
তাঁদের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ নিয়ে শ্রীদেবীকে বিয়ে করেছিলেন বনি কপূর। ১৯৯৬ সালে তাঁরাও আইনি মতে বিয়ে সারেন। ২০১৮ সালে মারা যান শ্রীদেবী।
বিবাহিত ধর্মেন্দ্র ধর্ম পাল্টেছিলেন হেমা মালিনীকে বিয়ে করতে। ১৯৮০ সালে তাঁরাও আইনি বিয়ে সারেন।
আইনি ঝামেলা তো বটেই, ব্যক্তিগত জীবন নিয়েও বরাবর খবরের শিরোনামে থাকতেন সঞ্জয় দত্ত। ২০০৮ সালে মান্যতাকে আইনি মতে বিয়ে করেন তিনি। মান্যতা সঞ্জয়ের তৃতীয় স্ত্রী।
বিপাশা বসুর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ব্যাঙ্কার প্রিয়া রঞ্চলকে বিয়ে করেন জন অ্যাব্রাহাম। ২০১৮ সালে কোর্ট ম্যারেজ সারেন তাঁরা।
থিয়েটারের দৌলতে কাছে আসা শশী কপূর এবং জেনিফারের। জেনিফারের বাবার সায় ছিল না বিয়েতে। ১৯৫৮ সালে আইনি মতে বিয়ে সারেন শশী ও জেনিফার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -