Anti Valentine Week Photos: ভ্যালেন্টাইন্সেই শেষ নয়, তালিকার বাকিরা
ভ্যালেন্টাইন্স উইক শেষ। কিন্তু জানেন কি তার পরেও পালন করা হয় আরও ৭ দিন। এই সপ্তাহকে বলা হয় অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক। জানেন কি সেগুলি কী কী? ১৫ ফেব্রুয়ারি দিনটা স্ল্যাপ ডে। অক্ষরিক অর্থে কাউকে চড় মারার কথা বলা না হলেও সমস্ত খারাপ অনুভূতিকে দূরে সরিয়ে দেওয়া যেতেই পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৬ ফেব্রুয়ারি হল কিক ডে। কোনও মানুষকে লাথি মারার কথা মোটেই প্রচার করে না কিক ডে। কিন্তু দূরে ঠেলে দিন সমস্ত নেতিবাচক ভাবনা ও দুশ্চিন্তা।
মনখারাপ দূর করে দেয় সুগন্ধ। বেশিরভাগ সময় ঘরে কোনও হালকা সুগন্ধ রাখলেই মন ভালো হয়ে যায়। ১৭ তারিখ পারফিউম ডে অর্থাৎ সুগন্ধী দিবস। মন ভালো রাখতে কিনে ফেলুন নতুন কোনও সুগন্ধী।
১৮ ফেব্রুয়ারি ফ্লার্টিং ডে। যদি কাউকে পছন্দ হয়, এইদিন তাঁকে বলেই ফেলুন মনের কথা। তবে মিথ্যে কথা বলে কারোও মনজয়ের চেষ্টা করবেন না যেন
১৯ ফেব্রুয়ারি কনফেসান ডে। যদি কাউকে ভালো লেগে থাকে, আজকের দিনে তাঁকে বলেই ফেলুন নিজের অনুভূতির কথা।
২০ ফেব্রুয়ারি মিসিং ডে। তবে ভালোবাসার মানুষকে মিস করার কোনও আলাদা দিন হয় না। তাঁকে মনে পড়ে সবসময়ই।
কোনও সম্পর্কে যদি ভালোবাসা হারিয়ে যায়, তবে সেই সম্পর্ককে টেনে নিয়ে যাওয়ার কোনও মানেই হয় না। তাই যদি কোনও সম্পর্ক প্রাণ হারিয়ে ফেলে তবে সেখান থেকে বেরিয়ে আসাই শ্রেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -