Anu Agarwal Birthday: রাতারাতি তারকা, ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা, কোথায় হারিয়ে গেলেন 'আশিকি'র অনু?
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী অনু আগরওয়ালের। রুপোলি পর্দার জগত থেকে আজ তিনি অনেক দূরে। একটা দুর্ঘটনা তাঁর জীবনটা বদলে দিয়েছে সম্পূর্ণভাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডের অন্যতম সফল ছবি 'আশিকি' দেখেননি, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। পর্দায় রাহুল রয় এবং নায়িকা অনু আগরওয়াল। নয়ের দশকে এই ছবি এবং ছবির প্রতিটা গানে মেতে উঠেচিল আসমুদ্র হিমাচল। প্রথম ছবির সাফল্যের সঙ্গেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন অনু আগরওয়াল। এই সাফল্য তিনি আর কোনও ছবি থেকেই পাননি।
প্রথম ছবির ব্যাপক সাফল্যের জন্য বলিউড তো বটেই, হলিউড থেকেও একাধিক ছবির প্রস্তাব পেয়েছিলেন অনু আগরওয়াল। বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন তেমনটাই। কিন্তু মাত্র একটা ঘটনা বদলে দেয় তাঁর গোটা জীবনটা।
প্রথম ছবির সাফল্যের পর বলিউডের প্রতিশ্রুতিমান মুখ হয়ে উঠেছেন অনু আগরওয়াল। সে সময়ই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটার পর চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন যে, অভিনেত্রী বাঁচবেন না।
দুর্ঘটনার ফলে তাঁর আঘাতের মাত্রা এতটাই বেশি ছিল যে, অনু আগরওয়াল কোমায় চলে যান। শরীরের একাধিক জায়গা, বিশেষ করে মুখে মারাত্মক আঘাত ছিল তাঁর। চিকিৎসকেরা জানিয়েছিলেন, কোনওভাবে যদি তিনি বেঁচেও যান, তাহলে বড়জোর বছর তিনেক বাঁচবেন।
কিন্তু কার জীবনে কী ঘটে যায়, কে বলতে পারে। ২৯ দিন কোমায় থাকার পর জ্ঞান ফেরে অনু আগরওয়ালের। তবে, তাঁর স্মৃতিশক্তি সম্পূর্ণভাবে চলে যায়। দুর্ঘটনার ক্ষত সেরে উঠতেও অনেক সময় লাগে।
কোমা থেকে ফিরলেও প্রথম জীবনের কিছুই মনে ছিল না অনু আগরওয়ালের। ২০০১ সাল নাগাদ তিনি সন্ন্যাসী হয়ে যান। যোগাভ্যাসের মাধ্যমে নিজেই নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করতে থাকেন। হাল ছেড়ে দেননি।
সেই থেকে যোগা শিক্ষিকাও হয়ে যান অনু আগরওয়াল। বস্তির ছেলেমেয়েদের যোগাসন শেখাতে থাকেন। এরপর নিজের একটি সংস্থাও চালু করেন।
ওই ভয়ঙ্কর দুর্ঘটনার পর চেহারায় অনেক পরিবর্তন আসে অনু আগরওয়ালের। 'আশিকি' ছবিতে তাঁকে যেমন দেখতে ছিল, তার থেকে অনেক বদলে যান।
জানা যায়, প্রথম ছবির সাফল্যের পর ছবি নির্বাচন করতে অনের বেগ পেতে হয় অনু আগরওয়ালকে। একাধিক ছবির প্রস্তাব পেলেও ছবি নির্বাচন করতে ভুল করতে থাকেন। পাশাপাশি, পরিবারের সমস্ত দায়িত্ব একার কাঁধে বহন করার জন্য মডেলিংও করতে থাকেন। যার প্রভাবও পড়ে তাঁর কেরিয়ারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -