Anurag Kashyap IT Raid: অনুরাগ কাশ্যপের বাড়িতে ১১ ঘণ্টা তল্লাশি, দীর্ঘক্ষণ জেরা
গতকাল বলিউড তারকা তাপসী পান্নু, অনুরাগ কাশ্যপ, বিকাশ বহলের বাড়িতে তল্লাশি চালান আয়কর বিভাগের কর্তারা। আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে তল্লাশি চালানো হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল মুম্বই, পুণের ৩০টি জায়গায় তল্লাশি চালানো হয়। তাপসী, অনুরাগ এবং তাঁদের সঙ্গীদের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলে।
গতকাল অনুরাগের বাড়িতে প্রায় ১১ ঘণ্টা ছিলেন আয়কর বিভাগের কর্তারা। তাঁরা অনুরাগকে জেরা করেন বলেও জানা গিয়েছে।
এখনও পর্যন্ত তাপসী ও অনুরাগ আয়কর বিভাগের এই তল্লাশির বিষয়ে কোনও মন্তব্য করেননি।
২০১১ সালে ফ্যান্টম ফিল্মস নামে একটি প্রোডাকশন হাউস গড়েন অনুরাগ, বিকাশ, বিক্রমাদিত্য মোটওয়ানে ও মধু মন্টেনা। এই প্রোডাকশন হাউস ‘কুইন’, ‘লুটেরা’-র মতো ছবি প্রযোজনা করে। ২০১৮ সালে অবশ্য এই প্রোডাকশন হাউস বন্ধ হয়ে যায়। সেই সূত্রেই তদন্ত করছে আয়কর বিভাগ।
কংগ্রেস সহ বিরোধী দলগুলির দাবি, যাঁরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব, তাঁদের কন্ঠরোধ করার জন্যই আয়কর বিভাগকে কাজে লাগানো হচ্ছে।
অনুরাগ ও তাপসী এখন তাঁদের নতুন ছবি ‘দোবারা’-র কাজ নিয়ে ব্যস্ত। সব ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -