Anushka Sharma Birthday: সাংবাদিক হওয়ার স্বপ্ন সফল না হওয়ায় মডেলিং বেছে নেন অনুষ্কা শর্মা, জানুন অজানা তথ্য
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার। মডেলিং শুরু করার পর থেকেই অভিনয় করা ছিল তাঁর স্বপ্ন। 'রব নে বানা দি জোড়ি' ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক অনুষ্কা শর্মার সম্পর্কে অজানা নানা তথ্য এবং তাঁর অভিনীত সেরা ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুষ্কা শর্মার বাবা একজন আর্মি অফিসার। মাউন্ট কারমেল কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন অভিনেত্রী। মডেল হওয়া ছিল অনুষ্কার স্বপ্ন। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করার পর বলিউডে পা রাখেন তিনি।
বিভিন্ন সূত্রে জানা যায়, 'বম্বে ভেলভেট' ছবির শ্য়ুটিংয়ের সময় সেটে অনুষ্কা শর্মাকে কাঁদিয়ে দেন রণবীর কপূর। সেটে উপস্থিত সকলের সঙ্গে মজা করার অভ্যাস অভিনেতার। আর শ্যুটিংয়ের মাঝে তিনি অনুষ্কা শর্মার সঙ্গে এমনই মজা করেন যে অভিনেত্রী কেঁদে ফেলেন। পরবর্তীকালে যদিও অনুষ্কা জানান যে রণবীর খুবই ভালো অভিনেতা এবং তাঁকে তিনি সম্মানও করেন।
'রব নে বানা দি জোড়ি', 'ব্যান্ড বাজা বারাত'-এর মতো ছবির জন্য় প্রশংসিত হন অনুষ্কা শর্মা। কিন্তু এই দুই ছবির জন্য পুরস্কারের জন্য মনোনীত হলেও শেষ পর্যন্ত তিনি পুরস্কার পাননি। এক সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন যে, অ্যাওয়ার্ড না পাওয়ার জন্য বাড়ি ফেরার পথে খুব কেঁদেছিলেন অভিনেত্রী। তিনি অনুভব করতেন যে এই দুই ছবিতে অভিনয় করে পুরস্কারের জন্য তিনি যোগ্য ছিলেন।
অনুষ্কা শর্মার ভাই কর্ণেশও প্রথম জীবনে ক্রিকেটার ছিলেন। রাজ্যস্তরে ক্রিকেট খেলতেন তিনি।
ভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, একবার শপিং করার জন্য় মলে গিয়েছিলেন অনুষ্কা শর্মা। সেখানেই এক ফ্যাশন ডিজাইনারের নজরে পড়ে যান। আর তিনিই অভিনেত্রীকে মডেলিংয়ে প্রথম সুযোগ দেন।
প্রথম জীবনে সাংবাদিক হওয়ার স্বপ্ন ছিল অনুষ্কা শর্মার। কিন্তু সেই কেরিয়ারে সফল না হওয়ার পর তিনি মডেলিংকে কেরিয়ার হিসেবে বেছে নেন।
কেরিয়ারের শুরু থেকে বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। 'রব নে বানা দি জোড়ি'র সাফল্যের পর 'বদমাস কোম্পানি', 'ব্যান্ড বাজা বারাত', 'লেডিজ ভার্সেস রিকি বহেল', 'যব তক হ্যায় জান'-এর মতো ছবিতে অভিনয় করেন।
শাহরুখ খান, আমির খান, সলমন খানের বিপরীতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। 'পিকে', 'সুলতান', 'যব হ্যারি মেট সেজল' এবং আরও অনেক ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সফল অনুষ্কা শর্মা। 'পাতাল লোক', 'বুলবুল'-এর মতো ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়তা পায়। অনুষ্কা শর্মাকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -