Anushka Sharma: খাদ্যরসিক অনুষ্কা! ডায়েট ভুলে কোন খাবারে মজলেন?
বলিউডের অন্যতম স্বাস্থ্য সচেতন অভিনেত্রী অনুষ্কা শর্মা। নিজেকে সবসময় ফিট রাখতে পছন্দ করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিয়ম মেনে খাবার খাওয়া থেকে শরীরচর্চা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই সেসব ধরা পড়ে।
কিন্তু এবার এ কী করলেন অনুষ্কা শর্মা। ডায়েট ভুলে কোন খাবারে মজলেন অভিনেত্রী?
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। দিল্লিতে গিয়ে তিনি কোন খাবারে মজেছেন, তার ছবি শেয়ার করে নিয়েছেন।
অনুষ্কা শর্মার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে সুস্বাদু ছোলে ভাটুরেতে মজেছেন তিনি। সঙ্গে রয়েছে আরও এক প্লেট পরোটা, পনির, ডাল এবং স্যালাড।
দিল্লির ঠান্ডায় জিভে জল আনা এই সমস্ত খাবারে মজেছেন অনুষ্কা। ছবি দেখে জিভে জল আসছে নেটিজেনদেরও।
প্রসঙ্গত, সদ্য়ই আগামী ছবি 'চাকদা এক্সপ্রেস'-এর শ্যুটিং শেষ করেছেন অনুষ্কা। শ্যুটিং শেষে ঝুলন গোস্বামীর সঙ্গে কেক কাটার ছবি পোস্ট করেছেন।
২০১৮ সালে মুক্তি পাওয়া 'জিরো' ছবির পর আর পর্দায় দেখা যায়নি অনুষ্কা শর্মাকে। মা হওয়ার কারণে দীর্ঘ বিরতি নেন।
অভিনয় থেকে বিরতি নিলেও কাজ থেমে থাকেনি অনুষ্কার। এরইমাঝে একাধিক ছবি প্রযোজনা করেছেন।
সামনেই একাধিক ছবিতে কাজ করছেন অনুষ্কা শর্মা। 'চাকদা এক্সপ্রেস' ছাড়াও তাঁকে দেখা যাবে বেশ কিছু ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -