এক্সপ্লোর
Aparajita Adhya: লক্ষ্মীপুজোয় অপরাজিতা আঢ্যর বাড়িতে 'বকুলতলার মেলা', আয়োজন ছিল কী কী?
Laxmi Puja 2025: অতি বৃষ্টিতে নষ্ট মা লক্ষ্মীর পোশাক, নিজেই নিজের সাজ বেছে নিলেন দেবী! গল্প শোনালেন অপরাজিতা
লক্ষ্মীপুজোয় অপরাজিতা আঢ্যর বাড়িতে 'বকুলতলার মেলা', আয়োজন ছিল কী কী?
1/10

প্রত্যেক বছরই বাড়িতে ঘটা করে লক্ষ্মীপুজোর আয়োজন করেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। অন্যথা হল না এই বছরেও। এই বছরেও নিজের হাতে লক্ষ্মীপ্রতিমা সাজানো থেকে শুরু করে যাবতীয় আয়োজন করলেন অপরাজিতা আঢ্য।
2/10

সব নায়িকাদের থেকে অনেকটাই আলাদা অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya)-র বাড়ির লক্ষ্মীপুজো। এখানে লক্ষ্মী প্রতিমার রূপ আলাদা। গোলাপি রঙের এই প্রতিমাকে, প্রত্যেক বছর নতুন রূপে সাজান অপরাজিতা।
3/10

তাঁর বাড়ির লক্ষ্মীপুজো বরাবরই বেশ নাম করা। এই বাড়িতে লক্ষ্মীপ্রতিমার গায়ের রঙ গোলাপি। আর এবার অপরাজিতা প্রতিমাকে সাজিয়েছেন গোলাপি ঘাগরায়। পুজোর দিনে কাজের ব্যস্ততা থাকে বলে, অপরাজিতা লক্ষ্মীপুজোর আগের দিন রাতেই প্রতিমাকে সাজিয়ে তৈরি করে রাখেন।
4/10

প্রত্যেকবারই তিনি দেবীর পোশাক আশাক গড়িয়াহাট থেকে কিনে আনেন। কিন্তু এবার কিনতে গিয়েই দেখেন বিপত্তি। দোকানদার জানান, অতি বৃষ্টির কারণে তাঁর দোকানের প্রায় সমস্ত মালপত্রই নষ্ট হয়ে গিয়েছে। দেওয়া মতো কিছুই নেই। অনেকটা রাত হয়ে গিয়েছে তখন, অন্য দোকানে যাওয়ারও আর সময় নেই অপরাজিতার।
5/10

শেষে দোকানে যা কিছু অবশিষ্ট ছিল, তাই তিনি দেখাতে বলেন দোকানদারকে। সেখান থেকেই তিনি বেছে নেন এই গোলাপি ঘাগরা। শেষে তিনি মনে করেন, মা লক্ষ্মীর ইচ্ছে এবার তিনি গোলাপি ঘাগরাতেই সাজবেন। সেই কারণে তিনি নিজেই বেছে দিয়েছেন এই ঘাগরা।
6/10

আরও একটি অভিজ্ঞতার কথা বলেন অপরাজিতা। তিনি বলেন, মা লক্ষ্মীর যে গয়না পছন্দ হয়, সেই গয়না নাকি তাঁকে পরাতে কোনও সমস্যাই হয় না। অনায়াসে সুন্দরভাবে হয়ে যায়। তবে যদি কোনও গয়না পছন্দ না হয়, তাহলে সেই গয়না মা লক্ষ্মী নাকি পরেন না। খুলে ফেলে দেন।
7/10

এদিন অপরাজিতার বাড়িতে যথারীতি অতিথি সমাগম। অপরাজিতার সঙ্গে মিলে গিয়েছিল তাঁর দাদার পোশাকও। উচ্ছ্বসিত অপরাজিতা সেই ছবিও শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
8/10

এদিন অপরাজিতা একটি মজার ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, সবাই মিলে বসে গলা মিলিয়ে গান গাইছেন, 'আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা।'
9/10

লক্ষ্মীপুজোর দিন অপরাজিতার বাড়িতে বিশেষ ভোগের আয়োজন করা হয়। এলোঝেলো থেকে নারকেল নাড়ু, সমস্ত বানানো হয়েছে বাড়িতেই। আমন্ত্রিতদের খাওয়ানো হবে খিচুড়ি ভোগ, ফ্রায়েড রাইস, পোলাও, ভাজা, রকমারি তরকারি, চাটনি, মিষ্টি, পায়েস।
10/10

সব মিলিয়ে জমজমাট আয়োজন। অপরাজিতা নিজেও এদিন একেবারে লক্ষ্মীমন্ত হয়েই সাজেন। লাল পাড় সাদা শাড়ি, গা ভর্তি গয়না.. এদিন ও তাঁকে দেখা গেল সেই চেনা বেশেই।
Published at : 06 Oct 2025 11:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















